সন্ধার গোধুলী ভেলায়
তোমারী খোজে দুর অজনায়
স্বপ্নের নীলিমার নীলপরি
তোমারী অপেক্ষার প্রতিচ্ছবি।
রঙিন পৃথিবীর বুকে যদি দাও দেখা
অবেশেষে হবে দুজনার কথা।
কোন একদিন নদী নয় সাগর পাড়ে
সারাক্ষন সারাবেলা দিবো সময়।
যদি বুঝো তবে এসো চলে সময় করে
মায়ার ভুবনে ছায়ার মতো থাকবো পাশে
অবহেলায় নয় ভালোবাসার বন্ধনে
বাধঁবো তোমায় হৃদয় জুড়ে।
যদি বুঝো তবে এসো মনের ঘরে
একটুখানি বুঝতে চেষ্টা করো মোরে
শত ব্যস্ততার মাঝে আছি অপেক্ষায়
তোমাকে আপন করবো মায়াভরা।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com