মানুষ গরার কারিগর
শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। যেমনি ভাবে একজন কারিগর কাঁচা মাটির তাল হাতে নিয়ে খুবই স্বযত্নে মূর্তি তৈরী করেন, তেমনিভাবে একজন শিক্ষকও আমাদের কাঁচা মস্তিস্ককে খুবই আন্তরিকতা ও স্বযত্নে ভবিষ্যত জাতির জন্য পাকা করে গরে তুলেন। শিক্ষকের মর্যাদা অপরিসীম, তাঁর কোন তুলনা-ই হয় না। আজ বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকদের শ্রদ্ধা নিবেদন করছি এবং প্রার্থনা করছি— প্রত্যোক শিক্ষক যেন, তাঁর নিজ অতুলনীয় সম্মানে ভূষিত হয় দুনিয়া ও আখেরাতে।
মতিউর রহমান
গোয়াইনঘাট, সিলেট।