আজকে এই শিক্ষক দিবসে শ্রদ্ধীয় শিক্ষকদেরকে নিয়ে মনের কিছু অব্যক্ত কথা ব্যক্ত করছি, শিক্ষক শব্দটি তিন অক্ষরের ছোট একটি শব্দ হলেও এর ভিতরে লুকায়িত আছে অনেক রহস্য। শিক্ষক কখনো কোমল, কখনো কঠোর,কখনো শান্ত, কখনো অশান্ত, কখনো খুব যত্নশীল আবার কখনো বা নিঠুর। কখনো কখনো শিক্ষক তার ছাত্রদেরকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখে। আমাদেরকে উত্তম শিক্ষায় শিক্ষিত করার জন্য, তারা হয় তো কিছু কিছু সময়ে একটু কঠোর আচারণ করে তবে প্রকৃত পক্ষে তারা আমাদেরকে ভীষণ ভালোবাসে। শিক্ষক এমন একজন যাদের সাথে কোনো রক্তে সম্পর্ক না থাকার পরেও অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো করে আগলে রাখে।
তাদেরকে শিক্ষার পথে পরিচালিত করে।
একটা জাতি গড়তে শিক্ষকদের অবদান অতুলনীয়।
তাই তো ছন্দে ছন্দ মিলিয়ে বলতে ইচ্ছে করে—
শিক্ষক হলো শ্রেষ্ঠ মানব
মানুষ গড়ার কারিগর,
শিক্ষক রূপে শ্রেষ্ঠ মানব
জন্ম নিও বারে বার।
আমি মনে করি,শিক্ষকদের ভালোবাসতে কোনো দিবসের প্রয়োজন হয় না, তাদের জন্য ভালোবাসা শ্রদ্ধা সম্মান আর দোয়া সব সময় থাকে, যার কাছ থেকে একটা অক্ষর শিখেছি সে ও আমার শিক্ষক!!
শিক্ষক হলো মানুষের সুপ্ত জ্ঞানকে জাগ্রত করার কারিগর, শিক্ষক হলো মানুষকে আর্দশ,মনুষ্যত্ববোধ,নৈতিকতা সম্পন্ন মানুষ হতে সাহায্য করে!!
বিদ্যা অর্জনের পথে আলো সরূপ, আমার জীবনের সকল শিক্ষককে আমার অন্তরের অন্তস্থল থেকে মোবারক বাদ জানাই!! তাদের জন্য আমার দোয়া সব সময় থাকবে, শুধু কোনো নিদিষ্ট দিনে নয়!! কিছু লেখা দিয়ে কখনো ভালোবাসা শ্রদ্ধা সম্মান প্রকাশ করা যায় না, আমার জীবনে তাদের অবদান কখনোই লিখে শেষ করা যাবে না—
যত লিখব যত বলব সবই কম হয়ে যাবে তাদের অবদানের কাছে!!
শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমার সকল শিক্ষক শিক্ষিকাকে!!
❝Happy Teachers Day❞
লেখকঃ উম্মি হুরায়েরা বিলু