মানব প্রণয়
আতিক ইশরাক চৌধুরী
আমি কবিতা, আমি মানব মাঝে প্রণয়াবদ্ধ;
আমি শিল্পীর মহান শিল্প;
আমি কবির-বিভোর স্বপ্ন।
আমি কবির আবেগ-অনুভূতি-উপলব্ধি’,
আমি তার আন্দোলিত সৃষ্টি।।
আমি প্রেম! আমি ভালোবাসা;
আমি আনন্দ-আমি হর্ষ-
আমি বেদনা-বিরহ-দুঃখ।
আমি কবির প্রতিবাদ-তারই সাম্যে সাম্যবাদ।
আমি কবির বিদ্রোহে, “বিদ্রোহী”,
তারই ,প্রেমে “আপন পিয়াসী”।।
আমি কবির গীতির, “গীতাঞ্জলী”,
আমি কবির “শেষের কবিতা”।
আর’ পাঠকের ভালোবাসা।।
আমি বৃদ্ধের বার্ধক্যের প্রশান্তি-সাথী’
আমি কিশোরের স্নিগ্ধ হাসি,
আমি তরুনীর প্রেম মঞ্জুরী-প্রেমিকের প্রেমাখ্যান।
আমি মায়ের ঘুম পাড়ানী গান;
আমি পিতার ক্রোধের স্নেহ-বাণ।
আমি আবৃত্তি কারীর প্রাণ,
আমি জ্ঞানীর, জ্ঞানের গান।
আমি কবিতা, আমি যে মহান;
আমি ধরিত্রী বৃত্তান্ত;
সর্ব প্রান্তে হয়েছি নন্দন-নন্দিত;
পাঠক মনে হয়েছি সমাদৃত।।
হয়েছি স্মরণীয়’;হয়েছি বরণীয়,
আমি কবিতা;আমি পাঠকের কল্পনা,,
আমি তার স্মৃতিপটের আলপনা।।
আমি কবিতা, আমি মৃত্যুঞ্জয়া।।
আমি ধরণী-ইতিবৃত্ত,
জ্ঞানীর অন্তে-জ্ঞানের অন্ত,
আর, জ্ঞানের অন্তেই আমার অন্ত..