1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

মাগো তোমায় পেয়ে আমি ধন্য

  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, আলহামদুলিল্লাহ লিল্লাহ।সালাম রাসুল ﷺ এর প্রতি (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।শুহাদার আত্মার মাগফিরাত কামনা করি।

 

মায়ের সাথে আমার দূরে কোথাও যাওয়া সম্ভব হতো না,কারণ ফ্যামিলির বড় ছেলে আমি।আমাকে দেখা শুনা করা লাগতো বাড়ি।

 

একদিন পারিবারিক কাজে মায়ের সাথে সফর করলাম একসাথে। কাজটি অল্প সময়ে সম্পন্ন করা সম্ভব হয়নি তাই আমি একটি রুমে বসে অন্যদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছি,কথার প্রসঙ্গ নিয়ে  মাঝে মাঝে হাসি আবার আপসোসও করতেছি। হঠাৎ করে খেয়াল করি দেখি , আম্মু রুমের কোনায় জানালার পাশে গিয়ে বসলো,

আমি ভাবলাম তিনি আমাদের আড্ডাকে পছন্দ করতেছেন না তাই চুপ করে রইলাম।

তিনি ব্যাগটা খুললেন অনেকগুলো বই বের করলেন একটাকে সাজেস্ট করলেন আর জানালার আলো-বাতাসে হারিয়ে গেলেন স্থায়ী জীবনের পাথেয়ের অনুসন্ধানে।তখন আমার মনে পড়ল প্রথম নাজিল কৃত আয়াতটিকে:-

اِقۡرَاۡ بِاسۡمِ رَبِّکَ الَّذِیۡ خَلَقَ ۚ

অর্থাৎ পাঠ কর তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন।(সুরা আলাক-০১)

অন্য আয়াতে এসেছে :-

قُلۡ هل  یَسۡتَوِی الَّذِیۡنَ یَعۡلَمُوۡنَ وَ الَّذِیۡنَ لَا یَعۡلَمُوۡنَ ؕ اِنَّمَا یَتَذَکَّرُ  اُولُوا الۡاَلۡبَابِ.

অর্থাৎ বলুন যারা জানে এবং যারা জানেনা তারা কি সমান? বোধশক্তি সম্পন্ন লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে।(সুরা যুমার ৩৯:০৯)

 

রাসুলুল্লাহ ﷺ বলেন:-

إنما العلم بالتعلم

 

আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিআল্লাহু তাআ’লা আনহু বলেন:-

ان احدكم لم يولد عالما فإن العلم بلتعلم.

অর্থাৎ তোমাদের কেউ আলেম হয়ে জন্মগ্রহণ করেননি বরণ ইলমতো হাসিল হয় শিক্ষা করার মাধ্যমে।

 

আমরা মনে করি আমার বয়স ত্রিশ /চল্লিশ এই বয়সে আমি পড়া শোনা করবো! এটা অসম্ভব! অথচ ইসলাম শিখায় কবরে পোঁছা পর্যন্ত জ্ঞান অর্জন করতে।কবি বলেন:-

“সময়টাকে লাগাও কাজে

বই পড় ভাই রোজ,

একটুখানি অবসর হলে

কর নতুন বইয়ের খোঁজ।

 

অন্য কবি বলেন:

“বিশ্বজোড়া পাঠশালা মোর

সবার আমি ছাত্র,

নানান ভাবের নতুন জিনিস

শিখছি দিবারাত্র। ”

 

সেদিনের এই দৃশ্যটি আমাকে ভীষণ ভাবনায় পেলেছে এবং লজ্জিত ও করেছে।

আমাদের ব্যাগগুলো ভর্তি থাকে মোবাইল, সার্জার,জামা,পোশাক, আয়নাসহ নানান ধরনের নান্দনিকতায় অথচ এগুলো চোখকে আনন্দিত করলেও মনকে প্রশান্তি দেয় না। প্রশান্তিতো পাওয়া যায় কেবলমাত্র কুরআন, হাদীসের তাদাব্বুরের মাধ্যমে।কবি বলেন:

“হেদায়াতের আলোক মালায় ভাসতে যদি চাও

আল কুরআনের তাদাব্বুরে বিলীন হয়ে যাও

সঠিক ইলম পাবে তুমি তাদাব্বুরের মাঝে

ভাসবে হৃদয় প্রশান্তিতে সকাল দুপুর সাথে”

 

প্রিয় আম্মু আপনি সত্যিই আমার অনুপ্রেরণার কেন্দ্রভুমি।হে আল্লাহ আমার মাকে সুস্থতা ও উপকারী ইলম দিয়ে ধন্য কর।আমাকেও ইলম নববীর কাঙ্গাল হিসেবে কবুল কর আমিন।

 

লেখক:

আবদুল কাদের বিন হাবিব উল্যাহ

মাস্টার্স (দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ)

নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসা  

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park