ডেক্সঃ মোহছেন মোবারক
মাওলানা রইউস উদ্দিনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দোষীদের বিচারের দাবিতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার(১লা মে) বিকাল ৩টা থেকে পিএবি সড়ক অবরোধ করে তারা ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে।
বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীরা জানান, মাওলানা রইস উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মৃত্যু স্বাভাবিক নয় বলে দাবি করে তারা জানান, এটি একটি পরিকল্পিত হত্যা এবং এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা।
বিক্ষোভ চলাকালে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন এ সড়ক ব্যবহারকারী যাত্রীরা।
দুর্ভোগে পড়া যাত্রী শহিদুল ইসলাম জানান, আমার স্ত্রীর ডেলিভারি রোগী, তাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল থেকে পেকুয়া যাচ্ছিলাম। সড়ক অবরোধের কারণে প্রায় ৩০ মিনিট ধরে জ্যামে আটকা পড়ে আছি। অসুস্থ বোধ করছি।
সিএনজি চালক মোহাম্মদ দেলোয়ার জানান, অনেকক্ষণ ধরে এই জ্যামে আটকে আছি। কখন যে এই জ্যাম থেকে পরিত্রাণ পাবো জানিনা।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন বলেন, তাদের সঙ্গে আমরা কথা বলতেছি আমরা চেষ্টা করতেছি কিভাবে কথা বলে এটা সমাধান করা যায় যেহেতু এটা সারা বাংলাদেশের হচ্ছে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com