মহামানবের সম্মান
ইয়াকুব আলী তুহিন
বিশ্বনবীর মর্যাদা অমর, অক্ষয়,
যুগে যুগে তাঁর আলো ছড়িয়ে পড়ে সর্বত্র;
অপমানের তীর ছুঁড়ে আসুক যতই,
মহামানব তিনি, থাকেন নির্ভয়ে স্থির।
রামগিরি মহারাজ, কারা তোমার সাহস দিয়েছে,
মিথ্যের অন্ধকারে, তুমি যা বলেছো নির্বোধে?
জানো না কি? ইতিহাস সাক্ষী,
নবীজীর প্রেমে জ্বলে অগণিত হৃদয়।
তুমি কল্পনায় ডুবেছো, ভেবেছো তুমি শ্রেষ্ঠ,
কিন্তু জেনে রাখো, সত্যের মুখোমুখি হবে তুমি শেষ;
তাঁর প্রতি ভালোবাসা, কোটি মনের দাবী,
তোমার মিথ্যা কথনে, পড়বে নিজের ফাঁদে।
প্রতিবাদের ভাষা হবে শান্ত, সহিষ্ণু,
যা মহানবী শিখিয়েছেন তাঁর জীবনের ছায়ায়;
তুমি অপমান করেছো, জানিনা কেন?
তবে তোমার মিথ্যাকে, ধ্বংস করবে সময়।
সত্যের আলো নেভেনা, যতই চাও তুমি,
মহানবীর শিক্ষা, থাকবে বিশ্বজুড়ে অবিনশ্বর;
তাঁর সম্মান রক্ষায়, আমরা আছি ঐকতান,
রামগিরি মহারাজ, তোমার অপমান ব্যর্থ, নিষ্ফল।
তাই বলি, ফিরো সত্যের পথে, নত হও কর বিনয়,
অপমান নয়, শ্রদ্ধা আনুক শান্তি, মুছে দিক সব ভয়;
বিশ্বনবীর মহিমা চিরন্তন, অপমান তুচ্ছ, ক্ষুদ্র,
তাঁর দয়া ছড়িয়ে যাক, জগত হউক শান্তিময়।