১.
স্থুলকায় মনে মৌনতার স্ফীতি,
তিমিরে মাখায়ে প্রদীপ দ্যুতি
ক্ষানিক মুমূর্ষু আমি;
ধ্যন রথে ঘুরি অতীত রণে
আজিকে দাঁড়ায়ে তার প্রবেশপথে
বঙ্গের দক্ষিণা বধ্যভূমি।
২.
ভাসমান পদ্মফুল
সমুদ্রের মুক্তা ঝিনুক,
উড়ে চলা শঙ্খচিল
আর সবুজের সমারোহে -
পূর্ণতা পায় বাংলার রূপ।
৩.
জীবন তুই কোথা যাস্?
তোরে আমি কই পাবো ?
কথা দিচ্ছি__,
পরেরবার মন খারাপ হলে,
আমি প্রকৃতির কাছে ছুটে যাব।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com