আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হঠাৎ রাস্তার এক পাশে দেখি অনেক লোক জড়সড় হয়ে আছে। কেউ বা দূর থেকে দেখে দৌড়ে আসছে। ভিড় দেখে আমিও ভিড়ের মাঝে উঁকি দিলাম দেখি একটা লোক কে অনেকে মিলে মারছে। জিজ্ঞেস করলাম কেন তাকে এভাবে মারা হচ্ছে লোকেরা বলো সে "কবিরাজ" আমি আবার জিজ্ঞেস করলাম তার দোষ টা কি তাকে কেন এভাবে গাছের সাথে বেঁধে মারা হচ্ছে..!? একজন উওর দিলো আসলে সে বিরাজি নাম দিয়ে মানুষের কাজ থেকে অনেক টাকা হাতিয়ে নেয় এবং সে মহিলাদের সাথে অনৈতিক কাজ করে। এবং মোবাইলে যে যে কথা গুলো বলেছে তার রেকর্ড আছে একটু পর একজন বয়স্ক লোক হাতে একটি জুতো নিয়ে লোকটা কে এলোমেলো ভাবে মারছে আর বলেছে তুই যে কথা গুলো বলি তা শুনে আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না..!
আমি অবাক দৃষ্টিতে ঘটনাটা দেখি এবং থমকে গেছলাম এই ঘটনার একটু
বিপরীত দিকে ভাবুন তো আমাদের এই ছোট জীবনে প্রতি নিয়মিত আমরা কত গুনাহ করছি একটি "গুনাহ" থেকে আরেকটি "গুনাহর পরিমাণ " অনেক বড়। গুনাহ যে হচ্ছে তা জেনে আমরা করে যাচ্ছি ভুলে যাচ্ছি আমাদের মৃত্যু বরণ করতে হবে। "মৃত্যু সত্যি" আখিরাত আছে সেখানে গেলে ঠিক লোক টা মত আমাদের বিচার করা হবে..! ভুলে যাচ্ছি আমাদের দুই কাঁদে ফেরেস্তা আছে তারা সব দেখছে এবং লিখে রাখছে। সময় শেষে আপনি বা আমি সে খাতা নিয়ে রবের কাছে উপস্থিত হতে হবে কি করছি এই ছোট জীবনে। তখন আপনার জীবনের খাতা রব পড়ছে ঠিক যেমন সেই লোক টার কল রেকর্ড বয়স্ক লোক টা শুনছে সে রকম। তখন আপনার চোখে থাকবে অসহায় তের স্থান। পড়া পর সাথে সাথে আপনার ব্যাপারে ফয়সালা এসে যাবে..!
আমি ঘটনা টা দেখছি আর ভাবছি একটা কথা দুনিয়াতে একজন মানুষের দোষ প্রকাশ হওয়ার পর পৃথিবীর মানুষ এভাবে লাঞ্ছনা ও নিযাতন করতে পারে আখিরাতে বা মৃত্যুর পর আমাদের কি অবস্থা হবে (আফসোস) তবুও আমাদের বর আমাদের কত নেয়ামত ও রহমত দিয়ে ডেকে রেখে তিনি কতোই না ("দয়াময়" দয়ালু ")
প্রতিবেদনের নাম:- ভুল ভরা জীবন
প্রতিবেদকের নাম:- মেহেদী হাসান জাহিদ
থানাঃ কোতোয়ালি, জেলাঃ কুমিল্লা।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com