ইচ্ছাশক্তি আইডি নং :0020220189
আজও ঘুমাতে পারিনি সারারাতে,
মনে পড়ছে তোমার কথা আজ,
কী বলেছিলে তুমি আমাতে?
জরাইয়া তোমার বুকের মাইজ।
আজও ভুলতে পারিনি সেই দিনের কথা,
চোখের জলে বালিশ ভিজে,
আমায় কুঁড়ে কুঁড়ে খায় সৃতির ব্যাথা।
অনেক দিন পর খুলে দেখি ডায়েরির ভাঁজে।
শুকিয়ে রয়েছে তোমার দেওয়া গোলাপ টা,
হঠাৎ চোখ যায় রুমালের দিকে,
দেখি লেগে আছে তোমার ওষ্ঠের চুয়ার দাগ টা।
সেই দাগটা দেখে কম্পন সৃষ্টি হচ্ছে বুকে।
রুমালের ওপর দিকে লেখা ভুলনা আমায়,
বড্ড হাসি পেয়েছিল তখন,
সত্যি ভুলতে পারিনি তোমায়।
কিন্তু তুমি তো ঠিকই ভুলে রয়েছ এখন।
ডায়েরির শেষ প্রান্তের কাভারের ভিতরে,
নীল রঙের কী যেন রয়েছে?
খুলে দেখি ছোট চিরকুটে লেখা এক অন্তরা।
শেষের লাইনে পরপারে তোমাকে চাই’ব বিধির কাছে।
দীর্ঘ একটা নিশ্বাস ছেড়ে মনকে শান্ত করে নেয়া,
ইহকালে না হয় পরকালে যেন সে আমার হয়।