ভুতের বিয়ে
সাগর ইসলাম মিরান
বাঁশ ঝাড়ের, কান্ডে- কান্ডে
বাজে ভূতের তান্ডব।
রেগেমেঘে হুুংকার দিলো
গেঁয়ো ভূতের পান্ডব।
গেছো ভুত, সানাই বাজায়
তালঠ্যাংড়ায় গেট সাজায়।
মেছো ভূত, কৌতুক দেখায়
শাঁকচুন্নির দল -সঙ্গীত শোনায়।
বর আসতেই বউ পালাল
হায়রে একি কান্ড!
ইঁচড়ে ভূতের, কাটো মুন্ড
করল, হুকুম ব্রম্মদৈত্য।
গা ছমছম, দাঁত শিরশির
দরজা নড়ে, খিরকির।
আচমকা ই" উদয় হলো
সদ্য সাঁজা, গিন্নির।
গিন্নি তো নয়, আস্ত রাক্ষস
গিলতেছে মরা লাশ!
ভূতুরে জামাই, চক্ষু নারিয়া
বুঝাইলো -আজকে সর্বনাশ।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com