পৃথিবী জুড়ে গাইছে সবাই,
ভালো থাকার গান,
মন রাখে যে শান্ত সুধায়
নিজের অবস্থান।
খারাপ থাকার কথা কি আর
কেউ-ই বলতে চায়?
দোষের আগুন ছুঁলে জীবন
শান্তি কোথায় পায়!
অতি ভরসা যেমন শেষে
ভেঙে দেয় সব বাঁধ,
অহংকারও আনে বিপদ,
ধ্বংস হয় সাধ।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com