ভালো থাকাই ভালো
মুহাম্মদ তোফাজ্জল হোসেন
বগুড়া, বাংলাদেশ।
ভালোবাসার অনেক কথা
স্মৃতির তাঁকে জমা,
ভালো থাকাই ভালো এখন
ভুল হয়েছে তমা।
সব ভুলিনি সব ফেলিনি
মনে স্মরণ আছে,
ভালো থাকাই ভালো এখন
ভালোবাসার কাছে।
মেঠো পথের ধুলোর মতো
ময়লা জীর্ণ মনে,
ভালো থাকাই ভালো এখন
ভালোবাসার সনে।
মন কেঁদেছে তোমার তরে
অবহেলা পেয়ে,
ভালো থাকাই ভালো এখন
ভালোবাসার চেয়ে।
ভালোবাসা পেলে মানুষ
আপন হবে দিলে,
ভালো থাকাই ভালো এখন
সবার সাথে মিলে।