আমাদের মতের পার্থক্য থাকতে পারে, দলের ভিন্নতা থাকতে পারে, তবে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষার ক্ষেত্রে, সবাই এক ও ঐক্য। অতএব, কেউ যদি আমাদের মনে করে যে, আমরা দুর্বল, আমাদের কাছে অস্ত্র নেই। তাহলে আমি তাদের বলব যে, তোমরা অনেক বড় ভুলের মধ্যে আছো, যা তোমরা নিজেরাও জানোনা!
এখন প্রশ্ন হতে পারে যে, আমরা তো আসলেই সামরিক, অর্থনৈতিক, উভয় দিক দিয়েই দুর্বল। তাহলে ভিনদেশীরা আমাদের দুর্বল ভাবলে ভুল কিসের ?
উত্তর: যদিও আমরা সামরিক, অর্থনৈতিক উভয় দিকেই বর্তমানে দুর্বল। তবে আমরা ১৮ কোটি বাঙালি জাতি ঐক্যের একটি শক্তিশালী ছাতায় আবদ্ধ। তাই আমাদের উপর যদি হাজারো ঝড়-তুফান আসে, তারপরও আমাদের দুর্বল করতে পারবে না।! ইনশাআল্লাহ।
আর ইতিহাস এ কথার সাক্ষী। যুগে যুগে অনেক রক্তচক্ষু ওয়ালারা, আমাদের রক্তচক্ষু দেখিয়ে, গোলামে পরিণত করতে চেয়েছিল।
কিন্তু বীর বাঙালি জাতি কখনো তাদের রক্তচক্ষুকে ভয় পাইনি। তারা সর্বত্র অন্যায়ের প্রতিবাদ , এবং নিজেদের অধিকার আদায় করে নিয়েছে। বীর বাঙালি জাতি কামান, বিমানকে ভয় পাই না।! এমনকি মৃত্যুকেও ভয় পাই না। আর সে মৃত্যু যদি নিজের মাতৃভূমি রক্ষার জন্য হয়, তাহলে তো কথাই নেই! আর এই একতার শক্তিটা, বীর বাঙালি জাতিকে আজ এস্বাধীন লাল সবুজের পতাকা পর্যন্ত এনে দিয়েছে। তাই বলছি, আমরা দুর্বল হতে পারি( অর্থ ও অস্ত্রে) তবে আমরা একতার শক্তিতে পরিপূর্ণ।
আর এজন্যই আমাদের কেউই রুখে দিতে পারেনি!
আমাদের এই একতার শক্তি যতদিন থাকবে, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ! যদি কেউ আমাদের দিকে ভিন্ন চক্ষু দিয়ে থাকাই (চাই সে আমাদের বন্ধু অথবা প্রতিবেশী) তাহলে তার ঐ চক্ষু সঠিক জায়গায় থাকবে না।!
আমরা আমাদের দেশকে নিজের মায়ের ন্যায় ভালোবাসি।
এখানে বলে রাখা ভালো যে, প্রতিবেশী রাষ্ট্র ভারত সবসময় আমাদের বন্ধু রাষ্ট্র দাবি করে আসছে, কিন্তু তারা সময়ে সময়ে আমাদের সাথে শত্রুর পরিচয় দিয়েছে। ঠিক এখনোও বর্তমান যে পরিস্থিতি চলছে, সেটাও ভারত আমাদের সার্বভৌমত্বের ওপর আক্রমণ করেছে। আর যে প্রতিবেশী আমাদের সার্বভৌমত্ব নিয়ে আঙ্গুল তুলবে, আমরা তাকে কখনো বন্ধু মনে করতে পারি না!
ভারতের রাজনৈতিক নেতারা, এবং ভারতীয় মিডিয়াগুলো যেই হারে আমার প্রিয় মাতৃভূমি নিয়ে, আক্রমণাত্মক ও মিথ্যাচার করছে, সেটা কোনদিন বন্ধুত্বের পরিচয় হতে পারে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরিত্রহীন নেতাকর্মীরা, যে হারে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, এমনকি প্রিয় মাতৃভূমিতে যুদ্ধের হুমকিও দিচ্ছে। আর যে দেশ ও যে দেশের নেতারা আমার প্রিয় মাতৃভূমি নিয়ে ষড়যন্ত্র করবে, তাদের বিন্দু পর্যন্ত ছাড় দিব না!
ভারত যদি আমাদের ইতিহাস ভুলে যায়, তাহলে আমরা তাদের ইতিহাস স্মরণ করিয়ে দেব। অতএব, ভারতকে বলব আমাদের দিকে উগ্র চক্ষু নিয়ে তাকাবে না! যদি তাকাও তাহলে চক্ষু উপরে ফেলা হবে। ইনশাআল্লাহ।
আমাদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে আসবে না! যদি আমাদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার প্রয়াস চালাও, তাহলে দিল্লির মসনদ ছিন্নভিন্ন করে ফেলব। ইনশাআল্লাহ। যদি প্রকৃতপক্ষে বন্ধু হয়ে থাকতে চাও, তাহলে আমরাও বন্ধুত্ব বজায় রাখবো।
আর যদি যুদ্ধ করতে চাও, তাহলে আমরা ১৮ কোটি বাঙালি জাতি হর হামেশাই প্রস্তুত, ইনশাআল্লাহ।
লেখক: মুজাহিদ সন্দ্বীপী।
শিক্ষা প্রতিষ্ঠান: জামিয়া আশরাফুল উলুম মাদ্রাসা।
ঠিকানা: চট্টগ্রাম জেলা, সন্দ্বীপ থানা।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com