1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র বাংলাদেশের!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৩৪ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ দলের হয়ে অভিষেক ঘটেছে লেস্টার সিটির তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর। তবে নিজের অভিষেক ম্যাচে সতীর্থদের গোল মিসের মহড়ায় ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ ।

আজ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের শিলংয়ের জহুরলাল নেহুর স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলতে নেমে ম্যাচের শুরুটা দারুণ করে সফরকারী বাংলাদেশ। ম্যাচের সময় মিনিট হওয়ার আগেই গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করে বাংলাদেশ। ভারতীয় গোলরক্ষক ভিশালের দেওয়া ভুল পাসে বল পেলেও বল জালে জড়াতে পারেনি জনি। ৩৭ মিনিটের রাকিবের নেওয়া শট রুখে দেন ভারতীয় গোলরক্ষক। এরপর ম্যাচের ৪১ মিনিটের মাথায় আবারো সুযোগ নষ্ট জনির এইবার ভিশালকে সামনে পেয়েও শট নিতে পারেননি এই ফরোয়ার্ড । আক্রমণ আর পাল্টা আক্রমনে খেলতে থাকা বাংলাদেশ দল বল পজিশনে এগিয়ে থাকলেও সুযোগ পেলে ঠিকই বাংলাদেশ দলের ডিফেন্স চেপে ধরে স্বাগতিকরা । যদিও ডিফেন্ডারদের দারুণ ট্যাকলে বিপদ বাড়েনি বাংলাদেশের। তবে প্রথমার্ধ শেষে বাংলাদেশ দলের ফরোয়ার্ডদের একাধিক সুযোগ নষ্টে গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায় হ্যাভিয়ের ক্যারেরার শিষ্যদের।

বিরতি থেকে ফিরে ঢিলেঢালা খেলা শুরু করা বাংলাদেশ আবারো সুযোগ পায় ম্যাচের ৬১ মিনিটের মাথায় । তবে আবারো বিশালের ভুল পাস আর জনির পায়ে বল তারপর ও প্রেক্ষাপট পরিবর্তন হয়নি । ক্লান্ত জনি এইবার ও গোল করতে ব্যর্থ । উল্টো ম্যাচের ৭৪ মিনিটের মাথায় কর্নার থেকে আসা বল ভারতের শুভাশিষের হেডে পোস্টের বাইরে দিয়ে গেলে বেঁচে যায় বাংলাদেশ । এরপর ম্যাচের শেষদিকে এলোমেলো খেলতে থাকা বাংলাদেশকে ঠিকই চেপে ধরেছিলো ভারত। তবে ম্যাচের যোগ করা সময়ে বক্সের বাইরে বল পেয়ে ও রাকিবের শট বিশালকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে পারেনি। এমন অবস্থায় নির্ধারিত সময় শেষে দুই দলের কেউ গোল করতে না পারলে গোলশূন্য ড্র দিয়ে শেষ হয় ম্যাচ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park