ভাবনার কথা
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
তোমার কথা ভাবছি বসে
ভাবতে সময় যায়,
ভেবেচিন্তে কাজটা করলে
শুদ্ধ জীবন পায়।
ভাবনা ফেলে মোহ মায়ায়
ছুটে যাওয়া ভুল,
শেষ কাটালে ভুলের জন্য
মাশুলের নাই তুল।
তোমার প্রেমে মনটা পাগল
ভেবে আকুল হয়,
ভাবনা চিন্তা প্রহর করতে
নাই রে কোনো ভয়।
ভাবার মতো ভাবতে পারলে
জগতের হয় ফুল,
উল্টা-পাল্টা ভাবনার মাঝে
জগতে নাই কূল।
তোমার প্রেমের বার্তা স্বরূপ
ভাবলে সারাক্ষণ,
সঠিক পথের পথিক ভাবে
নীতির ভাঁজে মন।
ভবের মাঝে চলার ক্ষেত্রে
ভাবনার অন্ত নাই,
ভালো মানুষ ভাবনা করে
তোমায় খুঁজে তাই।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com