তোর কাছে আমি যতোটা নত হয়েছিলাম এতোটা নত যদি তুই আমার কাছে হতিস তাহলে পৃথিবীর কোনো শক্তি ছিলো না আমার থেকে তোকে কেড়ে নেওয়ার। আমি দেখেছি আমার উপর তোকে প্রচণ্ড আক্রোশ হতে। ছেড়ে যাওয়ার জন্য কতো ভাবেই না তুই অভিনয় করেছিস। আমার দুর্বলতার সুযোগ নিয়ে খারাপ ব্যবহার করতেও ভুল করিসনি। আমি যতোই তোকে পাওয়ার জন্য দিওনা ছিলাম, তুই ততোই ছেড়ে যাওয়ার জন্য অযুহাত দেখিয়েছিস। যেখানে তোকে আমি জান ছাড়া কথা বলিনি, সেখানে তুই বুকের অনেক গভীরে আঘাত করেছিস রে ! আমাকে দেওয়া তোর প্রতিটি আঘাতের প্রতিদান একদিন তোকে অবশ্যই দিতে হবে খোদার কাছে। কী নিষ্ঠুর ভাবেই না আমাকে তুই ঠকিয়ে দিয়েছিস। যেখানে তোকে হারানোর কথা ভুল করেও ভাবিনি, সেখানে তুই হেঁয়ালির বশে কথা বলে প্রচণ্ড ভাবে আমাকে আঘাত করেছিস। তোকে প্রচণ্ড ভাবে ভালোবাসতাম বলে তোর সব মানসিক অত্যাচার প্রতিনিয়ত মুখ বুঁজে সহ্য করেছি। আমাকে পাওয়ার জন্য তোর কোনো ত্যাগ আমি কখনো লক্ষ্য করিনি।
আমাকে ভুলে তুই অন্যের মাঝে নিজের জীবন সঁপে দিয়েছিস। আমার কতো রাত নির্ঘুম কেটে গেছে, কতোদিন না খেয়ে চলে গেছে, সেটা তোর কাছে কোনো ব্যাপার না। তুই বলেছিলি আমার মরণ হলেও তোর কিচ্ছু যায় আসে না। চাইলে আমিও পারতাম অন্য কাউকে নিয়ে লে-হালুয়া একটা জীবন কাটাতে। তোর নিখুঁত অভিনয় আমার হৃদয় পাঁজর ছুঁয়ে গেছে। বলতে গেলে তুই সফল হয়েছিস। আমার জানা ছিলো না তুই এতো নিখুঁত অভিনয় করতে পারিস। শুধু তোকে পাওয়ার জন্য এতোটা কষ্ট সহ্য করেছি। আমি যতোই চেয়েছি সম্পর্ক ধরে রাখতে, তুই ততোই বিষের ছুরি চালিয়েছিস সম্পর্কের মাঝেখানে। তোর একটা চিঠিতে কতো ভাবে না আমাকে হেঁয়ালি করেছিস। আমি চাইলেই পারতাম তোর সেই চিঠির জবাব দিতে। তোর এক চিঠির বিপরীতে আমি হাজার চিঠি লিখতে পারতাম। কিন্তু আমি তা লিখিনি। কারণ তোর সেই চিঠির কোনো আবেদন আমার কাছে ছিলো না। সম্পর্কের মাঝে তোকে কখনো নত হতে দেখিনি। প্রচণ্ড জিদে আমার থেকে তুই চলে গেছিস।
ইচ্ছে করেই আঘাত দিয়ে কথা বলেছিস। কখনো দেখিনি আমার প্রতি তোর কোনো মায়া বা টান। মন থেকে কখনো আমাকে চাসনি,তাই অন্যের মাঝে খুব সহজেই হারিয়ে গেলি নিজের সুখের কথা ভেবে। জীবনে সবচেয়ে বড় ভুল ছিলো তোকে বিশ্বাস করা। আমি দেখেছি তোর শতরূপী ব্যবহার। প্রচণ্ড অহংকার আর জিদের দেমাগ তোকে করেছে কাল নাগিনীর প্রতিচ্ছবি। তুই হয়তো ভুলে গেছিস, ‘ভাত ছড়ালে কাকের অভাব হয় না’। চাইলে আমিও পারতাম তোর মতো বিষাক্ত মেয়েকে ত্যাজ্য করে অন্যের সাথে নিজেকে জড়াতে। কিন্তু তা আমি করিনি। আমার কাছে সম্পর্কের মূল্য অনেক বেশি। তোকে ভালোবাসতে গিয়ে অপমানিত হয়েছি অনেক ভাবে। আজ তুই স্বামী সংসার নিয়ে সুখে আছিস। স্বামীর হাত ধরে ঘুরে বেড়াস। পর্দার আড়ালে ভালো হওয়ার অভিনয় করতে পারিস তুই। তোর কাছে এটা তুচ্ছ ব্যাপার। আমিতো জানি তুই কেমন, কেমন তোর চরিত্র। আমি চাইলেই পারতাম তোর জীবনের বারোটা বাজিয়ে দিতে। কিন্তু তাও করিনি। খুব সহজ ভাবেই তোকে ছেড়ে দিয়েছি।
প্রতিশোধ নিতে গেলে তোর অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। তোকে নিয়ে লেখার সামান্যতম ইচ্ছা আমার কখনো ছিলো না। নিজের অজান্তে লিখে ফেলেছি। তোর কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই। এই লেখা তোকে সামান্য পরিমাণ আঘাত করলে আমার লেখা সার্থক। প্রেমিকা বলে আমার কাছে তোর কোনো স্বীকৃতি নেই। বেওয়ারিশ কুকুরের মতোই তোকে মনে হয় আমার কাছে। তুই ভেবেছিলি তোর শোকে আমি নিঃশেষ হয়ে যাবো। এতো সহজে ভেঙে পড়ার মতো মানুষ আমি না। তোর মতো থার্ড ক্লাস প্রকৃতির মানুষ আমার জীবন থেকে বিদায় নিয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছিস। আমি অতি সহজ সরল একজন মানুষ। খুব সহজেই আমাকে মুক্তি দিয়েছিস। এর জন্য তোকে বিশেষ ভাবে ধন্যবাদ। স্বার্থপররা কখনো অন্যের ভালো চায় না নিজের ভালো ছাড়া। সেটা তুইও চেয়েছিস। মনে রাখিস, মানুষকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারেনি।
তুইও কোনোদিন মন থেকে সুখী হতে পারবি না। মানুষকে কষ্ট দেওয়া স্বয়ং খোদা তায়ালাও সহ্য করেন না। বিশ্বাস কর, ইচ্ছে করলে তোকে নিয়ে আমি একটা বই লিখে ফেলতে পারি তোর চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে। কিন্তু আমি তা লিখবো না তোকে নিয়ে কোনো লেখা। আমার লেখার মাঝে তোর কোনো স্থান নেই। সেই যোগ্যতা তোর নেই। অহংকার আর জিদ নিয়েই থাকিস। আমার কোনো বালও হবে না। তোর কাছে ছোট হওয়ার মন মানসিকতা একদম নেই আমার। তুই ভালো থাকিস, না কষ্টে থাকিস আমার তাতে কিচ্ছু যায় আসে না। তোর কোনো কষ্টে আমার চোখে এক ফোঁটা জলও বের হবে না। তুই আমার বুকে আঘাত করেছিস। আমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করেছিস। সেখানে তোর জন্য আমার কোনো শুভ কামনা আসতে পারেনা। এতোটা মানবিক আমি নই। আমার মৃত্যুর আগে তোর মুখ আমি কোনোদিন দেখতে চাইনা। বলতে চাইনা কোনো কথা।
তোকে আমি কোনোদিন ক্ষমা করবো না। তুই আমার জীবন নিয়ে খেলা করেছিস। আমার সব স্বপ্ন তুই ভেঙে চুরমার করে দিয়েছিস। আমার কাছে তোর কোনো ক্ষমা নেই। সারা জীবন তোকে আমি অপরাধী করে রাখবো। আজ আর নয়। তোকে নিয়ে কিছু লিখে মানুষের কাছে বিতর্কিত হতে চাইনা। ভালো থাকার জন্য চলে গেছিস, ভালো থাকিস। তোরা কখনো অন্যের ভালো চাস না। তোদের মতো মেয়েদের কারণেই অনেক পুরুষের জীবন ধূলিসাৎ হয়ে যায়। তোদের নেই কোনো বিবেক-বোধ। প্রচণ্ড ভাবে স্বার্থপর তোরা। তোরা মানুষ নস ; তোরা চারপায়া জন্তু জানোয়ার। তোদেরকে বিশ্বাস করা মহাপাপ, জঘন্য অপরাধ। তোরা বিশ্বাসের মর্যাদা দিতে পারিস না। নিখুঁত অভিনয়ে তোরা ভীষণ ভাবে পারদর্শী। তোরা অমানুষ, তোরা শয়তানের বংশধর। তোদের নেই কোনো মানবিক বোধ।