আমার বাড়ির পশ্চিম পাশে
জায়গা আছে খালি,
ভাবির সঙ্গে এবার এলো
ভাইয়ের প্রিয় শালী।
বেয়াইন আমার দেখতে সুন্দর
কানে সোনার দুল,
বাগান থেকে ছিড়ে এনেছি
রক্ত জবা ফুল।
ফুলখানা দেখে বেয়াইন
মুখে মধুর হাসি,
ওগো আমার ভাইয়ের শালী
তোমায় ভালোবাসি।