প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৬:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ
ব্যর্থ ভালোবাসা (গল্প পর্ব ৯)

ব্যর্থ ভালোবাসা (গল্প পর্ব ৯)
লেখক: মীর ফয়সাল নোমান
এখন সেটা ভেবে আর কি হবে। তিন বছর পর রফিক আজ প্রতিষ্ঠিত। তার কাছে গাড়ি, বাড়ি, নারী—সবই আছে। তিন বছর পর তার স্বামী হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে আসে। রিয়া রফিকের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় এবং ভাবে, যাকে সে একদিন ছেড়ে দিয়েছিল, সে আজ অনেক টাকার মালিক। সে বাংলাদেশের মধ্যে হার্টের একজন নামকরা ডাক্তার। তাকে দেখে রিয়া সবচেয়ে বেশি অবাক হয়।
রিয়া যখন বলে, “তুমি কেমন আছো?” রফিক উত্তর দেয়, “ভালো আছি।”
রিয়া জিজ্ঞেস করে, “তুমি বিয়ে করেছো? কেন বিয়ে করবে না? তোমার কথা ভেবে কি আমি রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াবো?”
রিয়ার চোখে এখন অসীম অবাকবোধ। সে যে মানুষটির জন্য একসময় বুক ভেঙে গিয়েছিল, সেই মানুষই আজ তার স্বপ্নের চেয়ে অনেক বেশি অর্জন করেছে। রফিক এখন শুধু তার প্রাক্তন প্রেমিক নয়, একজন সফল ব্যক্তি। তার পাশে বসে থাকা রিয়া বুঝতে পারে, জীবনের পথ আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু আজও কিছু অনুভূতি মনের মধ্যে বেঁচে আছে।
রিয়া জানে, রফিককে একদিন হারিয়ে ফেলেছিল, তবে এখন সে জানে, সেই হারানোর মধ্যে শিখে যাওয়ার অনেক কিছু ছিল। রফিক এখন হাসিমুখে বললো, “তুমি তো জানো, বিয়ে করতে চাইলে কি, আমার জীবন তো আরেকটা দিক নিয়ে এগিয়ে যাচ্ছে।”
রিয়া মুখে কিছু বললো না, তবে মনে মনে জানতো, জীবনের এই মোড়েও হারানো ভালোবাসা কখনো হারাতে পারে না। সে আক্ষেপ করল না, বরং হাসিমুখে বলল, “তোমার জীবনে সুখ থাকুক, রফিক।”
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com
Copyright © 2025 ichchashakti. All rights reserved.