1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

ব্যর্থ ভালোবাসা গল্প (গল্প পর্ব :৭)

  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১০৯ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

মীর ফয়সাল নোমান

 

“তুমি আমাকে ছেড়ে চলে যাও। তোমার মুখ যেন কোনোদিন আমার সামনে না পড়ে,”—রিয়ার শেষ কথাগুলো রফিকের কানে বিদ্যুতের মতো বাজে। তার হৃদয়ে গভীর আঘাত লাগে। রফিক অনুভব করে, ভালোবাসার গভীরতা বোঝার আগেই যেন সব শেষ হয়ে গেছে।

 

রফিক সিদ্ধান্ত নেয়, জীবনে আর কোনোদিন প্রেম করবে না। রিয়ার স্মৃতিগুলো ভুলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তা সহজ নয়। তার জীবনে যেন এক শূন্যতা নেমে আসে। এরই মধ্যে একদিন গ্রাম থেকে ফোন আসে।

 

রফিকের বাবা ফোনে জানতে চান, “তোর রেজাল্ট কী হলো?” রফিক লজ্জায় মাথা নিচু করে। বহুবার জিজ্ঞেস করার পর সে বলতে বাধ্য হয়, “আমি ফেল করেছি, বাবা। অতিরিক্ত প্রাইভেট পড়ানোর চাপ, মানসিক অবস্থা—সব মিলিয়ে আমি ঠিকমতো পড়তে পারিনি।”

 

এই কথা শুনে তার বাবা কিছুক্ষণ চুপ থাকেন। পরে তিনি বলেন, “ফেল করা মানেই শেষ হয়ে যাওয়া নয়। নতুন করে শুরু কর। আমরা তোকে নিয়েই গর্ব করতে চাই।”

 

রফিক গ্রামে ফিরে আসে। বাবার সামনে সব সত্যি কথা খুলে বলে। সে প্রতিজ্ঞা করে, এবার সে মন দিয়ে পড়বে। আর কখনো নিজের লক্ষ্যে থেকে সরে আসবে না।

 

গ্রামে ফিরে রফিক এক অন্যরকম শান্তি খুঁজে পায়। সে প্রকৃতির মাঝে নতুন উদ্যমে পড়াশোনা শুরু করে। সময় আসে পরীক্ষার। এবার সে সঠিক প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয়। ফল প্রকাশের দিন সবাই অবাক হয়ে দেখে, রফিক বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

 

যে ছেলে একসময় ফেল করেছিল, সে আজ তার মেধা দিয়ে প্রমাণ করেছে, হার না মানার মানসিকতা মানুষকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে। তার এই সাফল্যে শুধু পরিবারের নয়, পুরো গ্রামের গর্ব হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park