লেখক: মীর ফয়সাল নোমান
রফিক নিঃশব্দে দাঁড়িয়ে ছিল অপারেশন থিয়েটারের সামনে। সময় গড়িয়ে চলেছে, আর সে শুধু জানলার কাঁচের ওপারে তাকিয়ে আছে। আজকের এই মুহূর্তে, অতীত যেন স্পষ্ট হয়ে ধরা দিল তার সামনে।
রিয়া! একসময় যার হাত ধরে জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল রফিক, আজ সে অন্য কারও স্ত্রী। আর রফিক? সে এখন নামকরা এক সার্জন, যার হাতে বাঁচবে রিয়ার স্বামীর জীবন।
অপারেশন শেষে রফিক যখন কেবিনে এল, রিয়া তখন একগুচ্ছ চিন্তায় ডুবে ছিল। তাকে দেখে হঠাৎই বলে উঠল,
— “তুমি দয়া দেখাচ্ছ?”
রফিক হাসল। যেন একরাশ ব্যথা লুকিয়ে রাখল সেই হাসির আড়ালে।
— “না, রিয়া। তুমি আমার জীবন থেকে চলে গিয়ে যে উপকার করেছিলে, সেই ঋণ শোধ করছি। তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি। তোমাদের কাছ থেকে কোনো টাকা নেব না।”
রিয়া কিছুক্ষণ নীরব রইল। হয়তো সে বুঝতে পারছিল, কী হারিয়েছে। কিন্তু সময় কারও জন্য থেমে থাকে না।
গল্প এখানেই শেষ।
কিন্তু একটি শিক্ষা থেকে যায়—
প্রিয়জন চলে গেলে ভেঙে পড়ো না। জীবনকে এমন জায়গায় নিয়ে যাও, যেখানে তোমার সফলতাই হবে সবচেয়ে বড় প্রতিশোধ।