বোলাররা ভালো করেছে, ব্যাটাররা ও করবে: শান্ত
প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত
ভারতের বিপক্ষে দল হারলেও বোলারদের প্রসংশায় ভাসাতে ভোলেননি বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত। বলেছেন বোলাররা ভালো করেছে তবে আশা রাখছে আগামী ম্যাচে ব্যাটাররা ও ভালো করবে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। তবে দল হারলেও প্রথম ইনিংসে ভালো বল করেছে তাসকিন-হাসানরা। তবে বোলাররা আশা দেখালেও হতাশ করেছে ব্যাটাররা । দ্বিতীয় ইনিংসে ৫১৫ রানের টার্গেট ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছেন ২৩৪ রানে । তাই তো এবার দলপতি নাজমুল হোসেন শান্তর শোনা গেল আশার আলো বলেছেন, বোলাররা ভালো করেছে, ব্যাটাররা ও করবে।
তবে ব্যাটারদের ব্যর্থটায় ঢাকা পড়েনি বোলারদের অসাধারণ পারফরম্যান্স। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাসকিন, হাসানদের প্রসংশা করেছেন অধিনায়ক শান্ত, “প্রথম ২-৩ ঘণ্টা তাসকিন, হাসানরা যেভাবে বল করেছে, এটা প্রাপ্তি। তবে এরপর ভারত দুর্দান্ত ব্যাট করেছে। হাতে সিমিং অপশন রাখা ছিল বড় ধরনের ইতিবাচক বিষয়। আমরা নতুন বলে ভালোই করেছি, এটা ধরে রাখতে হবে।”
নিজের ব্যাটিং প্রসঙ্গে শান্ত আরো বলেন, “ব্যাটার হিসেবে সবসময়ই দলে অবদান রাখার চেষ্টা করি। নিজের ব্যাটিং উপভোগ করি। আজ চেষ্টা ছিল যত বেশি সময় সম্ভব ব্যাট করা, ফলাফল নিয়ে ভাবিনি। কানপুর টেস্ট গুরুত্বপূর্ণ। আশা করি ব্যাটাররা সেখানে ভালো করবে।”