বেলা শেষের ডাক
রকিবুল ইসলাম
বেলা শেষের ডাক আমার কানে বাজে।
এখনো এলোনা সে,
খুঁজে-ফিরেছি যারে সকাল-সাঁঝে।
বেলা শেষের ডাক আমার কানে বাজে।
প্রতীক্ষা করেছিনু যার তরে সারা জীবন ভরে,
অবজ্ঞা আর অবহেলায় পড়ে রইল সে!
এখনো এলোনা ফিরে।
বেলা শেষের ডাক আমার কানে বাজে।
এখনো পেলাম না তবু চির আরাধ্য সেই তাকে,
আমাতে আপন করে।
পারব কি করে? ভাবেনি কখনো সে,
আমাকে তার মত করে।
বেলা শেষের ডাক আমার কানে বাজে।
সুখ খুঁজতে গিয়ে তবু দুঃখকে নিয়েছি আপন করে।
সয়েছি যাতনা যত দিয়েছে সে যা অতীব যতন করে।
বেলা শেষের ডাক আমার কানে বাজে।
আসল কি নকল,খাঁটি কি মেকি!
করিনি যাচাই,রয়েছি পড়ে
তার মোহের আবেশে।
বেলা শেষের ডাক আমার কানে বাজে।
তার চলার পথ মসৃণ করতে গিয়ে
প্রাপ্তি-অপ্রাপ্তি,আশা-নিরাশার দোলাচালে
লাভ-ক্ষতির হিসাব করতে বেমালুম গিয়েছি ভুলে।
ভাঙলো ঘুম আমার অবশেষে বেলা শেষের ডাকে।
বেলা শেষের ডাক আমার কানে বাজে।