এযাত্রায় তোকেও ছেড়ে দিলাম। একটা অনিশ্চিত জীবনে জড়াতে চাইনি বলে না পাওয়ার মাঝে তোকে বিসর্জন দিলাম। হাতের কাছে পেয়েও বুক ভরা কষ্টে তোর জীবন থেকে সরে গেলাম। কাগজে, কলমে তোর অন্যের হয়ে যাওয়া আঘাত করেছে পাথর মনে। তিলে তিলে গড়ে তোলা ভালোবাসা যখন চোখের সামনে হারিয়ে যায়, তখন বাঁধ মানে না চোখের জল। তবুও তোর সুখের আশায় নিজেকে পুড়িয়ে ক্ষত-বিক্ষত করে দিলাম তোর অন্তরালে।একজীবনে তোকে আকড়ে ধরে হাজার বছর বাঁচতে চেয়েছিলাম।
অথচ নিয়তির কঠিন বাস্তবতায় তোকে আমার পাওয়া হলো না।নিদারুণ কষ্টে অগ্নিদহনে জ্বলে-পুড়ে কয়লা হতে হতে একদিন মিলিয়ে যাবো ধোঁয়াটে শূন্যতার মাঝে। তবুও তোকে একনজর দেখার তৃষ্ণায় প্রতীক্ষায় থেকে যাবো অনন্তকাল। আমার নির্ঘুম রাতের সমস্ত অবয়ব জুড়ে তোর নিমীলিত শূন্যতা প্রতিনিয়ত কুরে কুরে খাবে পশ্চাতে পড়ে থাকা জীবন্মৃত শরীর। হাত বাড়িয়ে বুকের মাঝে তোকে শত ডাকলেও আর কোনোদিন তোর সাড়া পাবো না। পাবো না পাশাপাশি বসে জীবন ঘনিষ্ঠ একটু কথা বলার সময়। তবুও তুই ভালো থাকিস প্রিয়, আমাকে ভুলে অন্যের ভালোবাসায়। আমার কথা ভেবে আর কোনোদিন ফেলিস না ওই চোখের জল।
আমাকে ক্ষমা করে অন্যের মাঝে খুঁজে নিস তোর ভালো থাকার উপায়।