ডেক্সঃ মো. মহসীন খান,বেতাগী
বাংলাদেশ তৃণমূলের অংশগ্রহণে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ প্রকল্পের আওয়তায় বেতাগী উপজেলা সিভিক ফোরাম সদস্যদের নিয়ে বাংলাদেশে বিদ্যমান জলবায়ু নীতিমালা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড রিসোর্সেস ইন্সটিটিউট এর সহযোগিতায় ও ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে ৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সভায় সভাপতিত্ত্ব করেন সিভিক সভাপতি আসাদুল ইসলাম চিনু।
ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মহিউদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিভিক সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী,সদস্য ফোরকান সিকদার,মিজানুর রহমান ডব্লু,হোসেন সিপাহি,সোহেল মির,ইমরান হোসেন, মো. মহসীন খান,সেলিনা আকতার প্রমুখ।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com