প্রতিবেদনঃ মোঃ মহসিন খান, বেতাগী
বরগুনার বেতাগীতে ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউট এর সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ (এসসিজিজিপি) প্রক্ল্পের আওতায় উপজেলা পর্যায়ে সিভিক ফোরাম গঠন সভা অনুষ্ঠিত হয়ছে ।বৃহস্পতিবার দুপুর ১২ টায় বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ শাহীন। ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মহিউদ্দিনের সঞ্চালনায় এবং ওয়েভ ফাউন্ডেশনের কমিউনিটি মবিলাইজেশন অফিসার মোঃ সাইফুল ইসলাম সুমনের সার্বিক সহযোগিতায় বক্তব্য রাখেন বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম চিনু, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ মহসিন খান, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মোঃ শামীম শিকদার,
রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুন্না, সাংবাদিক হোসেন সিপাহী প্রমুখ। সভা শেষে বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম চিনু কে সভপতি ও বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের উপজেলা সিভিক গঠন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সিভিকের প্রতিনিধি, সাংবাদিক, যুব সমাজের প্রতিনিধি, শিক্ষক এবং ধর্মীয় নেতাসহ সকল শ্রেণী পেশার মানুষ।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com