বেকারত্বের হতাশা
মোঃ আজহারুল ইসলাম অপুর্ব
তৌফিক হোসেনের পড়াশোনা শেষ হয়েছে প্রায় এক বছর হয়ে গেছে। তিনি একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, কিন্তু এখনো চাকরি পাননি। প্রতিদিন ভোরে উঠে বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করেন, ইন্টারভিউতে যান, তবে ফিরে আসেন নিরাশায় ভরা মুখ নিয়ে। বাবার রিটায়ারমেন্টের পর পরিবারের আয়ের উৎস বলতে শুধু তাদের ছোট দোকানটি, আর সেখান থেকে যা আসে তা দিয়ে পুরো সংসার চালানো কঠিন।
তৌফিক প্রতিদিন রাতের খাবারের টেবিলে বসে পরিবারের চোখে হতাশা দেখতে পান। তার মা বলেন, “তুই তো এত ভালো রেজাল্ট করলি, চাকরি কই? সবাই তোর মতো ছেলে পেলে গর্ব করতো।” মা’র এই কথা শুনে তৌফিক চুপ হয়ে যায়। বাইরে বের হলে বন্ধুরা সবাই নিজের কর্মজীবন নিয়ে ব্যস্ত, আর তৌফিক এখনও একটি চাকরির জন্য অপেক্ষা করছে।
একদিন রাতে তৌফিকের বাবা বললেন, "ছেলে, হতাশ হবি না। আল্লাহ চাইলে সব হবে। তোর জন্য একটা কিছু ঠিকই আছে।" তৌফিক জানে বাবা ঠিক বলছেন, কিন্তু এই অপেক্ষা আর অস্থিরতা তাকে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছে। বেকারত্ব শুধু অর্থনৈতিক চাপই নয়, মানসিক চাপও তৈরি করছে তার জীবনে। তবুও, তৌফিক আশা ছাড়তে চায় না।
-----শেষ সমাপ্ত
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com