কোন সুদূরের প্রান্ত থেকে এই ডাক ভেসে আসে,
তেপান্তরের মাঠ, বন, নাকি পাহাড়ের পাদদেশে!
সে এক আযনবী! তবু ফুল-পাখি সবই যেন তার চেনা,
তেপান্তরের মাটিগুলো তার ভালোবাসা দিয়ে কেনা।
বলে সে পথিক,ওগো ললনা! আমি যে প্রেমের পিয়াসী,
হবে কি আমার প্রিয়তমা তুমি, সঙ্গীনি, প্রিয়ভাষী!
ভালোবাসাময় এই ধরণীতে তুমি এক কূহকিনী,
মায়াভরা ঐ চাঁদের চেয়েও তুমি আরো মায়াবীনি।
আমি চাই পেতে তব হৃদয়ের গহীনে একটু ঠাঁই,
এতোটুকু ছাড়া তোমার কাছে যে চাইবার কিছু নাই।
প্রতিদিন তব চাঁদ মুখখানা আমার নয়নে ধরি,
স্বর্গীয় সুধা পান করে যাবো সারাটি জীবন ভরি।
আমাকে তুমি শুধু প্রেম দেবে, আর কিছু চাইনা যে,
তব কাঁকনের রিনিঝিনি সুর আজো এ হৃদয়ে বাজে।
বলি ওগো প্রেম পিয়াসী পথিক, আমি যে অবলা নারী,
ঘর-পরিজন ছেড়ে তব ডাকে আমি সাড়া দিতে পারি!
ওগো প্রিয়তম! আমি পেতে চাই স্বপ্নমাখা এ প্রেম,
যে ছবি আমার জীবনের পটে হয়ে আছে আঁকা ফ্রেম।
পরিজনদেরও ভালোবাসি আমি তাদের সঙ্গছাড়া,
অসহায় হবো আমি,- আর তুমিহীনা যে সঙ্গীহারা!
তোমায় প্রেয়সী তুলে নেবো আমি পরিজনদের থেকে,
বৃথা যাবে নাতো যে ছবি রেখেছো তুমিও হৃদয়ে একে।
পরিজনদেরও ভালোবেসো তুমি, মানাতো করিনি প্রিয়,
শেষে 'বেঁচে যাওয়া ভালোবাসা'--টুকু মোর লাগি রেখে দিও।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com