1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

বেঁচে যাওয়া ভালোবাসা! —- শাকেরা বেগম শিমু

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫৫ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

বেঁচে যাওয়া ভালোবাসা!

শাকেরা বেগম শিমু

 

কোন সুদূরের প্রান্ত থেকে এই ডাক ভেসে আসে,

তেপান্তরের মাঠ, বন, নাকি পাহাড়ের পাদদেশে!

সে এক আযনবী! তবু ফুল-পাখি সবই যেন তার চেনা,

তেপান্তরের মাটিগুলো তার ভালোবাসা দিয়ে কেনা।

 

বলে সে পথিক,ওগো ললনা! আমি যে প্রেমের পিয়াসী,

হবে কি আমার প্রিয়তমা তুমি, সঙ্গীনি, প্রিয়ভাষী!

ভালোবাসাময় এই ধরণীতে তুমি এক কূহকিনী,

মায়াভরা ঐ চাঁদের চেয়েও তুমি আরো মায়াবীনি।

 

আমি চাই পেতে তব হৃদয়ের গহীনে একটু ঠাঁই,

এতোটুকু ছাড়া তোমার কাছে যে চাইবার কিছু নাই।

প্রতিদিন তব চাঁদ মুখখানা আমার নয়নে ধরি,

স্বর্গীয় সুধা পান করে যাবো সারাটি জীবন ভরি।

 

আমাকে তুমি শুধু প্রেম দেবে, আর কিছু চাইনা যে,

তব কাঁকনের রিনিঝিনি সুর আজো এ হৃদয়ে বাজে।

বলি ওগো প্রেম পিয়াসী পথিক, আমি যে অবলা নারী,

ঘর-পরিজন ছেড়ে তব ডাকে আমি সাড়া দিতে পারি!

 

ওগো প্রিয়তম! আমি পেতে চাই  স্বপ্নমাখা এ প্রেম,

যে ছবি আমার জীবনের পটে হয়ে আছে আঁকা ফ্রেম।

পরিজনদেরও ভালোবাসি আমি তাদের সঙ্গছাড়া,

অসহায় হবো আমি,- আর তুমিহীনা যে সঙ্গীহারা!

 

তোমায় প্রেয়সী তুলে নেবো আমি পরিজনদের থেকে,

বৃথা যাবে নাতো যে ছবি রেখেছো তুমিও হৃদয়ে একে।

পরিজনদেরও ভালোবেসো তুমি, মানাতো করিনি প্রিয়,

শেষে ‘বেঁচে যাওয়া ভালোবাসা’–টুকু মোর লাগি রেখে  দিও।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park