বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ভরলো নদী কানায়,
মেঘের ডাকে মুষলধারে বৃষ্টির আভাস জানায়।
যখন থেকে মেঘ ডাকলো,
তখন থেকেই বৃষ্টি এলো,
যায় না তারা কখ্খনো আর, যাবো না আর শোনায়,
বৃষ্টি এসে ভীড় জমালো পাংশু মেঘের ডানায়।
রিম ঝিমঝিম বৃষ্টি যেন ছন্দ সুরের নূপুর,
ঝরছে সে তো অবিরত সকাল-সন্ধ্যা-দুপুর।
কদম পাতায় বৃষ্টি ঝরে,
মন টেকেনা ছোট্ট ঘরে,
বাদলা দিনে পাগলা হাওয়ায় মন যে হয় উতলা,
বানরগুলো গাছে বসে খাচ্ছে পাকা কলা।
ব্যাঙ ডাকছে ঘ্যাঙর ঘ্যাঙ মাঠে খালে-বিলে,
পুকুর থেকে মাছ ধরছে মাছরাঙা ও চিলে।
রোদের সাথে বৃষ্টি হয়,
শেয়াল কি আর বসে রয়?
শেয়াল মামা পণ্ডিত আজ টোপর মাথায় দিয়ে,
করতে যাচ্ছে খেঁকশিয়ালী মামিকে আজ বিয়ে।
ফুটছে কদম, ফুটছে কেয়া, বৃক্ষে - বনের ঝোঁপে,
হাঁস-মুরগী লুকিয়ে আছে তাদের আপন খোপে।
বাদলা দিনে কর মুনাজাত,
রব ফিরিয়ে দেবে না হাত,
রাশি রাশি রহমত আজ ঝরবে ধরার বুকে,
কম্বল মুড়ি দিয়ে খুকু ঘুমাবে আজ সুখে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com