সূর্যটাকে আড়াল রেখে
শ্রাবণ মেঘের দিন,
বৃষ্টি নুপুর টাপুর টুপুর
ঝরায় বিরামহীন।
গাছের তলে পুকুর খালে
উপচে পড়ে জল,
বেড়ে চলে দলে দলে
ব্যাঙের কোলাহল।
বৃষ্টি নতুন সৃষ্টি করে
জাগায় ধরায় সুর,
বাঁধা দু'পায় দলতে শেখায়
চলতে বহু দূর।
ভাঙতে সকল জুলুম শেকল
শ্রাবণ যোগায় বল,
তাই শ্রাবণে রক্ত বানে
যায় ভেসে জঞ্জাল।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com