বৃষ্টির পানি
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
বৃষ্টির পানিতে দেশে প্লাবন ঘটায়
অঝোর ধারায় ঝরে বারিপাত হয়
গ্রাম শহরে পানির তলে ডুবে রয়
বন্যায় ভাসিয়ে নিয়ে খবরে রটায়।
উষ্ণতায় বেশি কষ্টে গরমে পটায়
বৃষ্টির পানিতে ভিজে সর্দি জ্বরে ভয়
সকল শিশু কিশোর ভয় করে জয়
দগ্ধ হয়েছে দেহের কেমনে হটায়।
বৃষ্টির পানিতে বেশ ফসলের মাঠ,
নিত্যকার জীবনের ঝড়বৃষ্টি পাঠ।
বৃষ্টির পানিতে বন্যা মাঠ ঘাট ভাসে,
প্রয়োজনীয় বৃষ্টির পানি থেকে চাষ;
জলকেলি কথামালা দেখ কত হাসে,
আমরা সবাই জানি সুখী হবে বাস।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com