বুড়ি মা
এস,এম,জাহিদুল ইসলাম
ছোট্ট একটি কুঁড়ে ঘরে
থাকেন বুড়ি মা,
কষ্টে কাটে দিন তাহার
কেউ খোঁজ রাখেন না।
চার চারটা সন্তান বুড়ির
ঢাকায় করেছে বাড়ি,
বিয়ে শাদী করে তারা
পেয়েছে শহরের নারী।
টাকা-পয়সার মালিক হয়ে
আছে বড় সুখে,
দুনিয়ার এই রং মহলে পড়ে
নিজের মা’কে রেখেছেন দুঃখে!
খেয়ে না খেয়ে পড়ে থাকে
ওই কুঁড়ে ঘরে,
সন্তানের স্মৃতি আঁকড়ে ধরে
বেঁচে আছেন তীরে!
আশায় আশায় বছর চলে যায়
সন্তানদের দেখা নাই,
মৃত্যু শয্যাশায়ী জনম দুঃখী বুড়ি মা
সন্তানের কাছে হলো না ঠাঁই।