যদি আমার ভিতরের ক্ষত বাহির থেকে স্পষ্ট দেখা যেতো
তবে জনে জনে মানুষ আমার ভয়ংকর দৃশ্য দেখে দূরে সরে যেতো
শুরু থেকে আমার সব কান্না যদি এক জায়গায় জমে রাখা যেতো
মহাসমুদ্র না হলেও জনজীবন অশান্ত করা একখানা ঢেউ হতো
গাঢ় নীল বিষাদময় ব্যথায় আমার সমস্ত অন্তর জরাজীর্ণ
সে বিষাদে যদি এ পৃথিবী পড়ত কখনোই সেখান থেকে হতে পারতনা উত্তীর্ণ
আমার অন্তরের গভীরতা বিশাল সীমাহীন এক ছায়াপথ
সেখানে সঠিক ভাবে পৌঁছানোর নেই কোন রাস্তা নেই কোন রথ
সৃষ্টিকর্তা মহান হ্যাঁ মহান অদ্ভুত সীমাহীন অসীম তাঁহার সৃষ্টি
তাঁহার মহিমা বুঝতে শুধু ফেলতে হবে গভীর ভাবে নিজের দিকে দৃষ্টি
ছোটো করে বললেও এ যে ছোট্ট কথা নয়
সাড়ে-তিন হাত মানুষের মাঝে সীমাহীনতা রয়।