বিশ্ব শিক্ষক দিবস
শাহাবুল কাদির ভূঞা
৫ অক্টোবর এলেই শুনি মহান বিশ্ব শিক্ষক দিবস
সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করি মনে রাখি হরস।
শিক্ষক দিবস বলতে মোরা কিছুই বুঝিনা
প্রতিটি দিন হউক শিক্ষক দিবস হউক মনের ঠিকানা।
শিক্ষক হলেন শিক্ষাগুরু তাঁর উপরে নাই
তাঁদের আমরা শ্রদ্ধা করব হৃদয়ে দেব ঠাঁই।
জন্ম দাতার পরেই হলো শিক্ষকদের স্থান
অতি যত্নে দেন তিনি মোদের অসীম শিক্ষা দান।
পিতা-মাতা অতি যত্নে সন্তান লালন-পালন করেন
শিক্ষক সুশিক্ষা দিয়ে শিক্ষার্থীর মান ধরেন।
প্রেসিডেন্ট কিংবা প্রধান মন্ত্রী তাদেরও শিক্ষক ছিল
অতি যত্নে শিক্ষক তাঁদের জ্ঞানের আলো দিল।
শিক্ষক হলেন শিক্ষাগুরু অসীম জ্ঞানের ভান্ডার
জ্ঞানের আলো দিয়ে সদায় দূর করেন সব আন্ধার।
শিক্ষকবৃন্দের সাথে কারো হয়না তুলনা
তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করো কোনদিনও ভুলনা।
শিক্ষক হলেন ক্ষমাশীল আদর্শ ও অতি দয়াবান
তাঁদের মোরা করব শ্রদ্ধা ধরে রাখব মান।
আদর শাসন করেতিনি বাড়ানশিক্ষার্থীর জীবনের গতি
মোরা শ্রদ্ধা ভরে স্মরণ করব তবেই হবে উন্নতি।