যারা মানবিক বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিবেঃ
১. ইংরেজির বেইসিক ক্লিয়ার না থাকলে কোন কোচিং এ ভর্তি না হওয়ায় উত্তম। যদি সম্ভব হয় ইংরেজি বেইসিক থেকে এডভান্সড ক্লিয়ার করার জন্য নিজ শহরে একজন দক্ষ শিক্ষকের কাছে ইংরেজি কোর্সে ভর্তি হও। কোর্স ফি ৩-৪ হাজার এর মাঝেই থাকতে পারে। বেইসিক ক্লিয়ার হইলে একটা এক্সাম ব্যাচে ভর্তি হইলে অনেক ভালো করতে পারবে আশা করছি।
ইংরেজি বিগত সালের প্রশ্ন এনালাইসিস বেশ জটিল কিন্তু কঠিন নয়! শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়েই ইংরেজি ১ম পত্র থেকে প্রশ্ন করে থাকে অর্থাৎ Vocabulary Based Question ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সেই ভালো করতে পারবে যে ইংরেজি প্রথম পত্রে বেশি দক্ষ হবে এবং অনুবাদে পারদর্শী। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বিগত পাচ বছরের প্রশ্ন এনালাইসিস করলেই বুঝতে পারবে কোন বিশ্ববিদ্যালয়ে কোন প্যাটার্নে প্রশ্ন হয়ে থাকে এবং কোন কোন টপিক থেকে ৯০% প্রশ্ন থাকবেই যেমনঃ Voice, Narration, parts of speech etc
২. বাংলা পড়লেও পারা যায় যদি সম্ভব হয় বাংলাও একটা কোর্সে ভর্তি হয়ে বেইসিক ক্লিয়ার করা। খিয়াল রাখতে হবে সেখানে প্রতিটি ক্লাসের পূর্বে পরীক্ষা হয়কি না? যদি পরীক্ষা নিয়মিত নেওয়া হয় সে কোর্সে ভর্তি হওয়া যায় চোখ বন্ধ করে।
বাংলা বিগত সালে আসা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এনালাইসিস বাধ্যতামূলক! তাহলে বুঝতে পারবে যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং সহ পাঠ থেকে কি অনুপাতে প্রশ্ন হয়ে থাকে।
৩. সাধারণ জ্ঞান দুই ভাগে বিভক্ত
ক) বাংলাদেশ
খ) বিশ্ব
প্রথমেই যে কাজ করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের বিগত পাঁচ বছরের প্রশ্ন এনালাইসিস করার মাধ্যমে টপিক নির্ধারণ করা যে কোন কোন টপিক থেকে ১০০% প্রশ্ন এসেই থাকে যেমনঃ সংবিধান, মুক্তিযুদ্ধ, উপজাতি ইত্যাদি তোমারা প্রশ্ন এনালাইসিস করলে আর ভালো বুঝতে পারবে এবং সাধারণ জ্ঞান বিশাল সমুদ্রের মত একটা স্লেবাস সেটাকে সর্ট করে নিতে পারবে।
৪. অবশ্যই বোর্ড বইগুলো খুব ভালো করে আয়েত্ত্বে রাখতে হবে। চেষ্টা করতে হবে বোর্ড বইগুলো দুই থেকে তিনবার রিভিশিন দেওয়ার জন্য।
৫. বার বার কনফিডেন্সে লো হবে! চেষ্টা করবে, যে যার ধর্ম অনুযায়ী প্রার্থনা করার এবং একটি নির্দিষ্ট রুটিন অনুসরণ করার। কখনোই এডমিশন টাইমে রাত জাগার চেষ্টা করবে না। রাত জেগে পড়া ভালো বিষয় নয়। এট অভ্যাস হয়েগেলে দিন দিন ব্রেইনের তথ্য ধারণ ক্ষমতা কমে আসবে এবং বার বার মনে হবে পড়তেছি কিন্তু মনে থাকতেছে না! এটা বিভিন্ন গবেষণা থেকে বলছি! প্রতিদিন পরিবারের সাথে কথা বলতে হবে।
বিঃদ্রঃ এডমিশন টাইমে বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত কোন বড় ভাইয়ের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন যে একজন ভালো মেন্টর হিসেবে এপনাকে পরামর্শ দিতে পারবে বিরক্তবোধ করবে না।
যদি এডমিশন বিষয়ে কার কোন প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পার। ফেসবুক আইডি লিংকঃ Alomgir Kabir
লেখকঃ
“Textbook Analysis”
“Parts of Speech=Grammar”
“Memorizing Part(MP)”
Jatiya Kabi Kazi Nazrul Islam University