প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে এইবার সমলোচনায় মঃতেছেন সাবেক প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহির।
বিপিএলের সর্বশেষ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন তাহির। তবে টুর্নামেন্টের মাত্র দুইটি ম্যাচ শেষে যোগ দিয়েছিলো অন্য ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে বছর শেষে আবারো রংপুর রাইডার্সের সাথে তাহির। তবে এইবার দলের হয়ে নয় প্রতিপক্ষ হিসেবে গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেটে নেমেছে দুইদল। যেখানে গায়নার হয়ে টস করতে নেমে রংপুর রাইডার্সকে নিয়ে সমলোচনায় মাতেন তাহির। বলেন সর্বশেষ বিপিএল খেললেও এখনো চুক্তির পুরো অর্থ পাননি এই স্পিনার।’
তাহির বলেন, ‘আমি এই ম্যাচটি গায়ানার হয়ে জিততে চাই। ব্যক্তিগত কারণেও জিততে চাই। আমি রংপুর রাইডার্সের হয়ে সর্বশেষ বিপিএল খেলেছি কিন্তু এখনো চুক্তির পুরো অর্থ আমি পাইনি।’
তিনি আরো বলেন, ‘গায়ানা তাদের স্বাগত জানিয়েছে, তাদের স্থানীয় খেলোয়াড়কে এখানে এনেছে। তারা এখানে কিছু অর্থ আয় করতে পারবে, ভালো ক্রিকেট খেলতে পারবে। তাদের দেখাতে চাই যে আমরা তাদের চেয়ে ভালো মানুষ।’