1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

বিদ্রোহী নারী ফুটবলাররা অনুশীলনে ফিরতে চান!

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৬ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত

কয়েকদিন ধরে বাংলাদেশ ফুটবলে একটাই আলোচনার বিষয় নারী ফুটবলারদের সাথে কোচ বাটলারের দ্বন্দ্ব । অবশেষে সেই দ্বন্দ্ব সমাধানের কিছুটা আলো দেখা গিয়েছে, বিদ্রোহী ফুটবলাররা অনুশীলনে ফিরতে চান বলে জানিয়েছেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ।

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ হিসেবে পিটার বাটলার নিয়োগ পাওয়ার পর এই ব্রিটিশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে বিদ্রোহের ঘোষণা দেন বাংলাদেশ নারী দলের ১৮ জন নারী ফুটবলার। বাটলার নারী দলকে নিয়ে অনুশীলনের ডাক দিলে তার নেত্বত্বে মাঠে নামবে না বলেও জানিয়েছিলেন সাবিনা-কৃষ্ণারা। জানুয়ারী থেকে শুরু হওয়া কোচ ও ফুটবলারদের দ্বন্দ্বের অবশেষে রেখা মিলেছে। আজ বিদ্রোহ করা ফুটবলারদের সাথে আলোচনার পর জানা গেছে তারা বাটলারের অধীনে অনুশীলনে ফিরবেন। তবে আপতত কিছুদিন বিশ্রামে থাকবে এবং বাটলার জুনিয়রদের নিয়ে কাজ করবে।

বাফুফের মিডিয়া বিভাগ আজ আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ডাকেননি। বিগত সময়ের মতো নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের কক্ষে সাংবাদিকরা হাজির হয়েছিলেন। সেই উপস্থিত সাংবাদিকদের কিরণ বলেছেন, ‘মেয়েরা অনুশীলনে ফিরতে চেয়েছে। তবে এখনই না। তারা কিছুটা বিশ্রাম চেয়েছে। আরব আমিরাত থেকে দল ফেরার পর আবার যখন ক্যাম্প শুরু হবে তখন তারা ফিরবেন এবং অনুশীলন করবেন। তখনই চুক্তি হবে।’

বৃটিশ কোচ পিটার বাটলারের অধীনে সাবিনারা ১৮ জন অনুশীলন করতে চাননি। তারা পিটারের অধীনেই অনুশীলনে ফেরার আগে ত্রিপক্ষীয় সভার কথা বললেন নারী উইংয়ের প্রধান, ‘যেহেতু একটা ভুল বোঝাবুঝি হয়েছে তাই পুনরায় ক্যাম্প শুরু হওয়ার পর কোচ, ফেডারেশনের উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং খেলোয়াড়রা বসা হবে।’ খেলোয়াড়রা যেমন এই কোচের অধীনের অনুশীলন করতে চাননি। তেমনি কোচও কয়েকজন খেলোয়াড়কে দলে রাখতে চাননি। খেলোয়াড়রা খানিকটা নমনীয় হলেও কোচের অবস্থান এখনো নিশ্চিত নন বাফুফের এই কর্মকর্তা, ‘মেয়েদের সাথে আজ আমার কথা হয়েছে সেটা বললাম। কোচের সাথে আজ কথা হয়নি।’

এইদিকে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বাংলাদেশ নারী দল সংযুক্ত আরব আমিরাতে যাবেন। এরপর ৩রা মার্চ ম্যাচ শেষে জুনিয়ররা কয়েকদিনের ছুটিতে যাবেন এবং এরপর মার্চে এশিয়া কাপ বাছাইয়ে ক্যাম্পে যোগ দিবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park