শোনো যুবক, তুলি গান,
মাদক মানে শূন্য প্রাণ।
ওরে নেশা, বিষধর দাঁত,
ভাঙবো তোর শিকল–ঘাত।
হাসি কেড়ে আনে শোক,
জীবন ভরে অন্ধকারে থাক।
বিদ্রোহী আমি গাই যে গান,
মাদক শত্রু করো অবসান।
এসো সবাই, শপথ নাও,
আলোর পথে মুক্তি চাও।
দেশটা হোক দীপ্তিময়,
মাদক নিভে যাক নিশ্চয়।