1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

বা.আ.স.সা.প বইমেলা পরিদর্শন ও বইয়ের মোড়ক উন্মোচন ও আনন্দ ভ্রমণ সফল হোক

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৩৫ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

ডেক্স রিপোর্টঃ মোঃ নাছিম প্রাং 

 

সাহিত্য একটি জাতির আত্মপরিচয়ের অন্যতম প্রধান উপাদান। একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনের জন্য সুস্থ সাহিত্যচর্চার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের উদ্যোগে আয়োজিত বইমেলা পরিদর্শন, বইয়ের মোড়ক উন্মোচন এবং আনন্দ ভ্রমণ নিঃসন্দেহে এক অনন্য সাংস্কৃতিক উদ্যোগ।

 

বইমেলা শুধুমাত্র বই কেনাবেচার একটি মাধ্যম নয়; এটি লেখক, পাঠক এবং সাহিত্যপ্রেমীদের মিলনমেলা। এখানে নতুন লেখকরা তাদের সৃষ্টিকে পাঠকের সামনে উপস্থাপন করতে পারেন, এবং পাঠকরাও নতুন ও সৃষ্টিশীল সাহিত্যকর্মের সাথে পরিচিত হওয়ার সুযোগ পান। বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদের এ আয়োজন লেখকদের স্বপ্ন বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

 

এ আয়োজনের আরেকটি উল্লেখযোগ্য অংশ হলো বইয়ের মোড়ক উন্মোচন। নতুন বই প্রকাশ মানেই একটি নতুন ভাবনার সূচনা, একটি নতুন দিগন্তের উন্মোচন। বইয়ের মোড়ক উন্মোচনের মাধ্যমে লেখকের সৃজনশীলতা পাঠকের সামনে তুলে ধরা হয়, যা লেখক ও পাঠকের মাঝে এক সেতুবন্ধন তৈরি করে।

 

এছাড়া, আনন্দ ভ্রমণ অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য ও মেলবন্ধন সৃষ্টি করবে। সাহিত্যচর্চার পাশাপাশি বিনোদন ও ভ্রমণের মাধ্যমে সৃজনশীলতার বিকাশ আরও সমৃদ্ধ হবে। এই উদ্যোগ অংশগ্রহণকারীদের নতুন দৃষ্টিভঙ্গি দান করবে এবং তাদের সাহিত্যভাবনায় নতুন মাত্রা যোগ করবে।

 

আমরা আশা করি, বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদের এই মহতী উদ্যোগ সফলভাবে সম্পন্ন হবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই আয়োজন অনুষ্ঠিত হবে। সংগঠনের এ প্রয়াস সাহিত্য ও সংস্কৃতির অগ্রগতিতে এক অনন্য ভূমিকা রাখবে। এ আয়োজনের সকল অংশগ্রহণকারী, আয়োজক ও শুভানুধ্যায়ীদের প্রতি রইলো আমাদের আন্তরিক শুভকামনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park