1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

বাবুর আম্মুর জন্য —- মোঃ তানজিমুল ইসলাম

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

বাবুর আম্মুর জন্য

মোঃ তানজিমুল ইসলাম

 

হে বাবুর আম্মু,

আজ আর তোমার সঙ্গে কথা হয় না,

নীরবতার অদৃশ্য প্রাচীর

আমাদের মাঝখানে দাঁড়িয়ে আছে নির্দয়ভাবে।

 

পারিবারিক সমস্যার বাঁধনে তুমি বন্দী,

তবু বিশ্বাস করো,

আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে

তোমার নামই ধ্বনিত হয় নিরন্তর।

 

দিনগুলি কাটে দুঃখের স্রোতে ভেসে,

রাত্রিগুলি হারিয়ে যায় নিঃশব্দ অশ্রুজলে।

তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ,

যেন ভগ্ন স্বপ্নের ভিতরে আটকে থাকা এক প্রাণ।

 

হাজারো অপ্রকাশিত কথা

অন্তরের গভীরে জমে থাকে,

অগণিত অনুভূতি নিঃশ্বাসে মিশে হারিয়ে যায়।

তবুও প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে

শুধুই তোমায় খুঁজি আমি।

 

হে বাবুর আম্মু,

তুমি তোমার নিজের খেয়াল রেখো,

সুস্থ থেকো, শান্ত থেকো,

কারণ তোমার ভালো থাকাতেই

আমার সব সুখ নিহিত।

 

যেদিন আবার আমাদের কথোপকথন

ফিরে আসবে আগের মতো,

সেদিন আমি হবো তোমার আপনজন,

তোমায় কেয়ার করবো অটুট ভালোবাসায়,

প্রতিক্ষণ তোমার খোঁজখবর নেবো

অঙ্গীকারের দৃঢ়তায়।

 

আমার প্রতিটি দোয়া শুধু তোমার জন্য,

তুমি থেকো কল্যাণে, থেকো আল্লাহর রহমতে।

তোমার মুখের হাসি ফুটুক চিরন্তন আলোর মতো,

যা আমার জীবনকে পূর্ণ করবে অনন্ত শান্তিতে।

 

হে প্রিয়তমা,

তুমি আমার হৃদয়ের চিরন্তন দীপশিখা,

তোমা ছাড়া আমি বাঁচতে জানি না,

শুধু টিকে থাকি দোয়ার ছায়ায়,

অশেষ ভালোবাসার অবিরাম প্রবাহে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park