বাবা তুমি কেমন আছ,
দূর প্রবাসে গিয়ে।
তোমার সন্তান নেই কো ভালো,
তোমাকে না পেয়ে।
একলা একা ঘুমাই আমি,
নেই কো তুমি পাশে।
তোমার কথা পড়লে মনে,
মনটা কষ্টে ভাসে।
সবাই বাবার হাতটা ধরে,
যায় যে স্কুলে তে।
আমি একা স্কুলে যাই,
নেই কো বাবা সাথে।
আসবে কবে আমার বাবা,
ধরবো আমি হাত।
হাতটা ধরে ঘুরব আমি,
তেপান্তরের মাঠ।
বাবা তুমি দূর প্রবাসে কেন গেলে একা।
তোমার ছেলে তোমার সাথে,
করতে চাই দেখা।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com