আল্লাহর পর বাবার আসন আমরা সবে জানি,
জগৎ মাঝে চলার ক্ষেত্রে তাঁর হুকুম তাই মানি।
এই জগতের সংসার মাঝে বাবাই ছায়ার মতো,
শাসন বারণ শিক্ষার আলো শেখান লাগে যতো।
সন্তান সুখের জীবন গড়তে লড়াই করছে শত,
টাকা পয়সা লাগবে যাহা কামাই করেন কতো।
বাবার মতো আর কেহ নাই সন্তান ভালোবাসে,
আপনা সুখ বিসর্জন দেন সন্তানের সুখ আশে।
বাবার আদর স্নেহের সমান জগতেই নাই কিছু,
তাঁর আদর্শ নীতির পথটা সৎ সন্তান নেয় পিছু।
আমরা সবাই বাবার প্রতি ইজ্জত সম্মান দিলে,
আল্লাহ প্রেমি বান্দা হওয়ার সুযোগ হাতে মিলে।
বাবার আদেশ নিষেধ মেনে অসাধ্য হয় সাধন,
আল্লাহর পর পিতার হুকুম সন্তান মধ্যে বাঁধন।
বাবা বিহীন জগৎ জীবন অনেক একার নিঃস্ব,
বাবার দোয়া থাকলে পাশে সন্তানের জয় বিশ্ব।
বাবার কথা আদর সোহাগ দুটি দরকার সমান,
আমার কাছে বাবার পরশ অনেক বড়ো মহান।
বাবা আমার দিনের আলো বাবা মানিক রতন,
জন্মদাতার সম্মান রাখবো বাবার করব যতন।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com