বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সালাউদ্দিন
প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত
আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন ।
পদত্যাগ করতে আলটিমেটাম দেওয়া হলেও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমকে বলেছিলেন পদত্যাগ নয় বরং তিনি আসন্ন বাফুফে নির্বাচনে অংশ নেবেন । তবে হঠাত করে আজ সিদ্ধান্তের পরিবর্তন এনেছেন সাবেক এই ফুটবলার । জানিয়েছেন আসন্ন (২৬ অক্টোবর) বাফুফের পরবর্তী নির্বাচনে তিনি থাকছেন না।
আজ বিকেলে আকস্মিক এক সংবাদ সম্মেলন ডাকেন চার মেয়াদের বাফুফে সভাপতি। সেই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘২৬ অক্টোবর নির্বাচনে আমি অংশগ্রহণ করব না। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আপনাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলাম।’
উল্লেখ্য ২০০৮ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফের) দায়িত্বে আছেন কাজী সালাউদ্দিন । এরপর থেকে বাফুফের সভাপতির চেয়ারে ছিলেন টানা ১৬ বছর।