ডেক্সঃ তানজিমুল ইসলাম
বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ ২০২৫ সালের মার্চ ও এপ্রিল মাসব্যাপী সংগঠনের বিভিন্ন সাহিত্যিক ও সাংগঠনিক কার্যক্রমে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী তিনজন এডমিন ও মডারেটরকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করেছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ তানজিমুল ইসলাম এক শুভেচ্ছা বার্তায় বলেন:
“সাহিত্য মানে শুধু সৃষ্টি নয়, একাগ্রতা ও দায়িত্ববোধের এক অদৃশ্য বন্ধন। এই দুই মাসে যারা সেই বন্ধনে আত্মনিয়োগ করে সংগঠনের চালিকাশক্তি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানো একান্ত প্রয়োজন। তাঁদের নিষ্ঠা আমাদের স্বপ্নযাত্রাকে শক্ত ভিত দিয়েছে।”
এই উপলক্ষে বিশেষভাবে অভিনন্দিত হন তিনজন উদ্যমী ও দায়িত্বশীল সদস্য—
১. মিফতাহুল জান্নাত তাসফি
২. মোছাঃ ফাতেমা আক্তার
৩. আজিজুল ইসলাম
তাঁদের নিরবচ্ছিন্ন পরিশ্রম, প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনা ও সাহিত্যপ্রেম সংগঠনের সদস্যদের মাঝে নতুন অনুপ্রেরণা ছড়িয়ে দিয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু রিসাত বলেন:
“তাঁদের নিষ্ঠা, সহযোগিতা ও দায়িত্বশীলতায় সংগঠন যেমন শক্ত ভিত পেয়েছে, তেমনি আমরা সাহিত্যচর্চার পথেও আরও সুসংগঠিতভাবে এগিয়ে যেতে পেরেছি। এ তিনজন আমাদের সংগঠনের জন্য শুধু কর্মী নন, বরং তাঁরা আদর্শ, যাঁদের মতো আরও অনেকে এগিয়ে আসুক—এই আমাদের প্রত্যাশা।”
শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়:
“প্রত্যেকটি সংগঠনের সাফল্যের পেছনে থাকে কিছু নিরলস কর্মীর অবদান। আমাদের এই তিনজন এডমিন ও মডারেটর তাঁদের নিষ্ঠা, সহমর্মিতা ও নেতৃত্বগুণে সংগঠনকে নতুন দিগন্তে পৌঁছে দিয়েছেন। তাঁদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।”
বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদের পক্ষ থেকে তাঁদের প্রতি জানানো হয় হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।