শিশির ভেজা ভোরের আলো
খেলছে দিগন্ত জুড়ি,
দোয়েল গেয়ে আনন্দ গান
জাগায় ঘুমন্ত পুরী।
সবুজ ঘাসে শিশির নাচে
মায়ার ঝিলিক ফোটে,
গোধূলি বেলায় লাল আভা
ঢাকে মাঠের পটে।
পাখির ডাকে ভোরের সুরে
উঠে জেগে গ্রাম,
ধানের ক্ষেতে সোনার ঢেউ
বয়ে আনে দাম।
গাছের ছায়ায় হাওয়া খেলে
শীতল স্নিগ্ধ রূপ,
নদীর জলে আঁকে ছবি
চাঁদের মধুর রূপ।
ফুলের বনে রঙের খেলা
মুগ্ধ করে মন,
বাংলার এই প্রকৃতিতে
আনন্দ শতগুণ।