প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত
ম্যাচ রেফারি হিসেবে দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং ম্যাচ রেফারি ডেভিড বুন।
বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজৈর দ্বিতীয় ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন ডেভিড বুন। ২০১১ সালে বুলাওয়েতে পাকিস্তান ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব শুরু করেছিলেন এই সাবেক অজি ক্রিকেটার । এখন পর্যন্ত ৮৭ টেস্ট, ১৮৩ ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারির দায়িত্ব সামলানো বুন অবশেষে ঘোষণা শেষ করতে চলেছেন ম্যাচ রেফারি হিসেবে দীর্ঘ ১৪ বছরের রঙিণ ক্যারিয়ার । চট্টগ্রামের সাগরিকায় সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি।
চট্টগ্রাম টেস্টের শেষ দিনে বিসিবির আম্পায়ার্স বিভাগের পক্ষ থেকে বিশেষ স্মারক তুলে দেয়ার কথা রয়েছে বুনের হাতে। তাছাড়া বাংলাদেশ দলের ক্রিকেটাররাও সম্মানের সাথে বিদায় জানিয়েছে বুনকে।
এইদিকে ম্যাচ রেফারির পদ ছাড়লেও ক্রিকেট থেকে দূরে যাচ্ছেন না সাবেক এই অজি ক্রিকেটার। ম্যাচ রেফারির থেকে অবসরের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পরামর্শক হিসেবে দেখা যেতে পারে এই ক্রীড়াবিদকে।