১. মাঝে মাঝে মন চায়__
আপন ললাটে লিখে দেই:
শালা-চরিত্রহীন, জোচ্চর কোথাকার;
যবে শুনি মুখে মুখে প্রশংসা তার,
যারে চিনি হাড়ে হাড়ে।
২. আহ্! আহাম্মক, অপদার্থ পৃথিবী! আহ্!
ছি! ছি!__ সবশেষে তুই এ কি করলি;
শালা; তুই নিজেও একটা পরিচয়হীন জারজ
আরেক জারজের জনম দিলি।
৩. জীবনের সব আক্ষেপ উৎখাত করিয়াছি
সেই যবে চিনিয়াছি আমারে,
আমি কে—মহীতে।
৪. সামনে আসুক যতই বাধা
আঁধার বা হিমালয়,
রক্ত নিশান ললাটে বেঁধেছি
বাহুতে বিপর্যয়।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com