বর্ষাকালে বৃষ্টি -ঝড়ে
বিড়ম্বনা বাড়ে,
ইলশেগুঁড়ি বৃষ্টি ফোঁটা
পরে মাথায় ঘাড়ে ।
জলে ডুবে পুকুর নদী
ভারি বর্ষণ হলে,
নদীর তীরে গোরু,ছাগল
স্রোতে ভেসে চলে ।
বর্ষা এলে কালো মেঘে
আকাশ ঢেকে থাকে,
সারা দিবস বৃষ্টি ঝরে
গুড়ুম গুড়ুম ডাকে |
বাঁধটা ভেঙে পানি ছুটে
বন্যা নেমে আসে,
স্রোতে স্রোতে ভাঙে দুপার
বৃক্ষ জলে ভাসে।
খেতের ফসল নষ্ট হয়ে
খাদ্য সংকট বাড়ে,
নিত্য পণ্যের মূল্য বেড়ে
হুহু করে আরে!
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com