1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

বয়স বাড়ার সাথে সাথে বন্ধুর খোঁজ পাওয়া যায়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৬৫ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

ইসরাত জাহান ইসা 

 

বয়স বাড়ার

সাথে সাথে

বন্ধুর খোঁজ

পাওয়া যায়

 

 

যখন একদম ছোট বন্ধু কি,, ভালোবাসা কি জিনিস,, কেন ভালোবাসতে হয়, বন্ধু বানাতে হয় কিছুই জানতাম না ।  শুধু জানতাম আমার খেলতে হবে, তার জন্য  সঙ্গী দরকার ।   তাই খেলার সঙ্গী হিসেবে গ্রামের সমবয়সীদের সাথে হাঁড়ি-পাতিল নিয়ে বসে যেতাম মায়েদের রান্নার অনুকরণ করতে ।  খেলার সঙ্গীকে মাঝে মাঝে  মিছে মেয়ে বানিয়েছি কতবার ।  মায়েরাও আমাদের দেখে বড্ড হেঁসেছিল ।  সকাল কি বিকাল কোনো সময় মানা হতো না।  সঙ্গী পেলেই খেলায় মেতে যেতাম ।

_এই খেলার সঙ্গীটাই কি বন্ধু?

_তবে কেন দিন শেষে  আগের মতো দেখা হয় না খেলায় মাতি না

_কেন তারা দিন শেষে বহুদূর??

 

বয়স বেড়ে স্কুলের প্রথম পদার্পণে হাতে হাত  রেখে নাম জিজ্ঞেস করা সহপাঠীকে আপন করে নিয়েছিলাম।  সেদিন থেকে এক ব্রেঞ্চে বসতাম,  পড়াশোনা করতাম হাসিঠাট্টা গল্প আমাদের লেগেই থাকতো। কখনো কখনো এক টিফিন ভাগ করে খেয়েছি।তখনও বুঝতাম না বন্ধুত্বের আসল মানে।   একই পথে বাড়ি হওয়ায় স্কুল যাওয়ার পথে দুজন মিলে যেতাম হাতে হাত ধরে।   এভাবেই স্কুলের গন্ডি পেরিয়ে  আজ দুজন দুই প্রান্তে।।

_কেউ ছোট শহরে,  কেউ দালান বাঁধা মস্ত বড় শহরে জীবন এর কাব্য সাজায়।

আমার ভিষণ মন খারাপ হয় তার হয় কিনা তা জানা নেই।  কিভাবে জানবো সে কখনো আমার সাথে ইচ্ছে করে কথা বলে না ।  বাড়ি ফিরলে ইচ্ছে করে এসে ডাকও পারে না ।

_বছর কিংবা মাস কয়েক পর  দেখা হলে জড়িয়ে ধরে  না।

_তবে একটা সুন্দর চাপা হাসি দেয়।

_কেনো কথা বলে না,,

_কেন আগের মতো আমার হাত ধরে গল্প করে না,,

_তার কি মনে নেই টস বিস্কুটের বন্ধু পাতানোর কথা?

_সে আমার উপর খুব অভিমান করে আছে বুঝি,

_যেমনটা আমি হয়েছি  আমার খোঁজ না নেওয়ায়

_ নাকি সময়ের সাথে সাথে সেও পরিবর্তন হয়ে নতুন বন্ধুর পানে    মুখ করেছে ভুলেছে আমায়

_আমার কথা কি সে ভাবে?

_ যদি না ভাবে তাহলে কি সে সম্পর্কে বন্ধুত্ব ছিল না?

_তাহলে কি শুধুই সহপাঠী ছিল?

_আমি  কি তার বন্ধু হতে পারিনি?

_কিন্তু আমি তাকে বন্ধু  যে এখনো মানি।

_  বন্ধু কি কখনো হারিয়ে যায়?

_আচ্ছা এক তরফা বন্ধুত্ব কি হয়?

_সময়ের সাথে বন্ধুও হারায় অভিমানে মুখ করে ভার এটা কি আমার মিছে ধারণা?

 

মাধ্যমিকের প্রথম ক্লাসে এক কোণে  বসে  আছি।   একদল সহপাঠীরা এসে বন্ধুত্বের হাত ধরে গল্প করতেই মনে মনে ভয় নিয়ে প্রশ্ন করলাম কয়েকবার নিজেকে _

এরাও হারিয়ে যাবে বুঝি সময়ের সাথে?

জোড় করেই তাদের ভিড়ে হারিয়ে গেলাম গল্পে।

_তখনও বুঝে উঠতে পারলাম না বন্ধুত্বের মানেটা?

_ব্যাস্ততার মাঝে হারিয়ে যাওয়ায় কি বন্ধুত্ব?

_বন্ধুরা কি কথার আঘাত আনে হৃদয়ে?

_ কেন বারংবার কথার আঘাত

তখনও কি সঠিক বন্ধুর পায়নি সাক্ষাৎ?

আমি ভুল নাকি তারা ফুল

হয়তো হবে তারাই ভুল

যারা বন্ধুর নামে করে অসদাচরণ

আঘাত নিয়ে  মুখে করেছি হাসির উন্মোচন

একমুখো হয়ে ভাবনারা বন্ধুত্বের মানে খুঁজে ফিরে  মনে ঘর বাঁধে

 

মাধ্যমিক পেড়িয়ে কলেজে আসতেই মাধ্যমিকের বন্ধু হাড়িয়ে আবার একা একটা কোণে চোখ খুঁজে শুধু বন্ধুর হাত

_যে হাত ছেড়ে যাবার নয়

_শক্ত করে ধরে রাখবে আর  রসকসহীন ভাবে বলবে তুই অভিমান করিস বুঝি,  আমি অভিমান ভাঙ্গাতে  পারি না ।

তবে আমি অভিমানে থাকবো তুই ভাঙ্গাবি কেমন।

এটাও হতে পারে তুই অভিমানে ভাসবি আর আমি অভিমান না ভেঙে উল্টে আমি অভিমানি হয়ে যাবো কেমন হবে বল বল,,,,,,

_কল্পনার একাধিক বার এই আজেবাজে কথা গুলোর মাঝেই বন্ধুত্বের হাসির ভিড়

_বন্ধুত্বের আসল মানে খুঁজে পেয়েছি তার সাথে  পেয়েছি বিশ্বস্ত পাঁচ জোড়া বন্ধুত্বের হাত।

_কয়েক দিন কথা না হলে বেজায় মন খারাপ

_ফোন দিলে হাজার প্রশ্নের দিতে  হয় জবাব

_ভালো মন্দ  পরে হবে আগে অভিমানের কথা শুনাক

বন্ধু মানে অভিমান ভুলার

_বন্ধু মানে নিজেদের ভুল গুলোর খোঁজ করে

হাস-হাসি করার

_বন্ধু মানে পাওয়া যায় একটা সময় পর

_ যখন বয়স আঠারোতে ঘুরপাক খায়

_বন্ধুর তরে অন্য সহপাঠীর সঙ্গ দেখলে

_যে হিংসে মনে বাঁধে

_সে  হিংসে বন্ধুর মানে বুঝায়

_বন্ধু মানে একাই আমার

ভাগ বিয়োগের আস্থা নাই

_বন্ধু মানে অকারণে রাগ

ইচ্ছের আরেক ধাপ

_সুযোগ পেলে মাঠে মাঠে গল্প বুনা পাখি

_বন্ধু মানে মিছে কথায় একটু বেশি অভিমানী

_বন্ধু মানে ইচ্ছের  আবদার

_বন্ধু  মানে কথায়  কথায়   চাকরিটা পেলেই

সব ইচ্ছে  কেনে দিবে মিছে আশা দেওয়ার

_বন্ধু মানে না বলা এক আকাশ ছোঁয়া ভালোবাসা

_বন্ধু মানে তার হাসিতে হাসা

তার কান্নায় কাদা

_বন্ধু মানে বিকেল বেলার পাখি

কিচিরমিচির করেই বিকেল হয়ে যায়  খাঁটি

বন্ধু মানে অচেনা শহরে আমরাই রাজা

বন্ধু মানে একই রকম  শাড়িতে সেজে গাজরা মাথায় গোটা শহর জুড়ে ঘুরা,,

যে সাদ বন্ধুর পানে মিটে সে সাদ কোথাও বিক্রি হয় না

বন্ধুরা রক্তের নয়, তবে হয় হৃদয়ের

বন্ধুর মতো বন্ধু হলে দুরত্বেও ছার নেই

অসময়েও বন্ধু থাকে  হৃদয় গহিনে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park